প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩১, ২০২৫, ১২:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৫, ২০২২, ১:২০ অপরাহ্ণ
হাটহাজারীতে ইয়াবাসহ তিন ছিনতাইকারী গ্রেপ্তার,৩০পিস ইয়াবা উদ্ধার

মোঃ শোয়াইব,হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: হাটহাজারী পৌরসভায় বিশেষ অভিযানে ৩ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। রবিবার রাতে পৌর এলাকার আলমপুর-চন্দ্রপুর এলাকা থেকে পৃথক পৃথক ভাবে তাদের গ্রেপ্তার করে।
আটককৃত ব্যক্তিরা হল আবদুল হাই প্রকাশ সুলতানের পুত্র মোঃ আশরাফুল হাসান মেহেরাজ (২৮),মৃত আব্দুল মালেকের পুত্র মোঃবাবু(১৯), মোঃ জাহাঙ্গীর আলমের পুত্র মোঃ আজিজ(২৪)। মেহরাজ ও বাবু পৌর এলাকার ৭নং ওয়ার্ডের চন্দ্রপুর হক সাহেব পাড়া ও আজিজ পশ্চিম আলমপুর সাদেক আলীর বাড়ীর বাসিন্দা।
থানা সুত্রে জানা যায়, চন্দ্রপুর আদর্শগ্রাম যাতায়াত সড়কের পুরাতন বিমান সাইরেন(প্রকাশ কালা পাকা ঘর) এর সামনে রাতে এক ফার্মেসী দোকানদারকে আটক করে তার মোবাইল সহ নগত অর্থ ছিনিয়ে নেয় ও মারধর করে।হাতাহাতির এক পর্যায়ে ছিনতাইকারী সদস্যের একজনের শার্টের একটি অংশ ছিড়ে নেয়। সে সূত্র ধরে পুলিশের এস আই আলমগীর অভিযানে নেমে জড়িত তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে।এসময় মেহরাজ নামের এক ছিনতাইকারীর পকেট থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করে। আটককৃতের বিরোদ্ধে ছিনতাই ও মাদক আইনে দুটি মামলা রুজু হয়েছে।
মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন বলেন, রাতে অভিযানে তিন ছিনতাইকারীকে আটক করা হয়। সোমবার দুপুরেই তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করে।
সম্পাদক ও প্রকাশক
মনির আহাম্মেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
সম্পাদকীয় কার্যালয়: এতিমখানা মার্কেট, ৫ম তলা, কদম মোবারক, চেরাগি পাহাড়, কোতোয়ালী, চট্টগ্রাম।
Hello: 01869-600700,
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.