প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ৬:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৬, ২০২২, ৫:৫৭ পূর্বাহ্ণ
দৌলতপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শোক দিবস পালিত

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের দৌলতপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস উদযাপিত হয়েছে। দিবস উপলক্ষে সোমবার সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন-উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ,থানা পুলিশ,মুক্তিযোদ্ধা সংসদ,বাংলাদেশ আওয়ামীলীগ,উপজেলা কৃষকলীগ, উপজেলা যুবলীগ,উপজেলা ছাত্রলীগ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দৌলতপুর উপজেলা প্রেসক্লাব।
পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ.এম নাইমুর রহমান দুর্জয়।
এসময় আরো বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজিজুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আব্দুল কুদ্দুস,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দীন আবুল,শিক্ষা অফিসার মোঃ মোয়াজ্জেম হোসেন, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মো: মিজানুর রহমান মিন্টু মোল্লা,উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির শাওন ও যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান টিটু, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানিয়া মাহমুদ, প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম, ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন,সাধারণ সম্পাদক এস এম আতোয়ার রহমান, সরকারি মতিলাল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শেখ হাসান ও সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শাওন প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.