ময়মনিসংহ প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় সারাদেশে ন্যায় ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কার্যক্রম পালন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার পৌর ভবনের সামনে কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন করে নেতাকর্মীরা। এসময় বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা মিছিলে মিছিলে অনুষ্ঠান স্থলে যোগদান দেন। পরে একটি শোক র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু স্মৃতিসৌধ চত্তরে এসে শেষ হয় এবং সেখানে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগ। পরে দলটির বিভিন্ন সহযোগী সংগঠন ধারাবাহিক ভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে এক আলোচনা সভা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশীদ হারুনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, কৃষক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামেল আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান জামান ও যুবলীগের যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল হক রাসেল সহ আরো অনেকে। এসময় উপজেলা আওয়ামী লীগের জেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা সদরের কে.আই ফাজিল মাদ্রাসা মসজিদে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা ইউনুস আলীর পরিচালনায় বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। পরে মাদ্রাসা মাঠে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে খাবার প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.