সময়ের নিউজ ডেস্ক: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ পালন উপলক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক সফল প্রশাসক ও গভর্নিং বডির সম্মানিত সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম সুজন এর সভাপতিত্বে চট্টগ্রাম দারুল উলুম কামিল মাদরাসায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম এর মাননীয় উপাচার্য্য জনাব প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। প্রধান অতিথির বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাবিশ্বে শোষিত ও স্বাধীনতাকামী মানুষের কাছে বিশ্ববন্ধু হিসেবে সমাদৃত হয়েছেন । তিনি আরো বলেন,এ মহান নেতা বাংলাদেশ প্রতিষ্ঠায় এবং বাঙালি জাতিকে আত্মমর্যাদাশীল জাতিতে রুপান্তরে আমৃত্যু লড়াই - সংগ্রাম করে গেছেন, তিনি শুধু বাংলাদেশ স্বাধীন করারই মহ নায়ক নন, তিনি মুসলিম লিগের তরুণ উদীয়মান নেতা হিসেবে পাকিস্তান সৃষ্টি আন্দোলনে ও ভূমিকা রেখেছেন।
সভায় সভাপতির বক্তব্যে আলহাজ্ব খোরশেদ আলম সুজন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ ই আগস্টে তাঁর ধানমন্ডির বাসগৃহে বাঙালি জাতির ইতিহাসের তীর্থে হত্যা করা হয়েছিল। এতে তাঁর নশ্বর শরীরকে হত্যা করা হয়েছিল, কিন্তু তাঁর অবিনশ্বর চেতনা ও আদর্শ ছিল মৃত্যুঞ্জয়ী, আজও তাই আছে।
তিনি আরো বলেন, আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের জন্য একটি রোল মডেল।
আজআজ ১৬ ই আগস্ট সকাল ১১ টায় মাদরাসা প্রাঙ্গণে কামিল স্তরের প্রভাষক জনাব মাওলানা খালেদ মুহাম্মদ সাইফুল্লাহ'র সঞ্চালনায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন অত্র মাদ্রাসার অনার্স চতুর্থ বর্ষের ছাত্র আবুল হাসনাত মোহাম্মদ নুরুল মুস্তফা ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৭ নং বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর জনাব শহিদুল আলম, ১৬ নং চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর জনাব নুর মোস্তফা টিনু- জিবি সদস্য, সাংবাদিক জনাব ওসমান গনী মানসুর, জিবি -সদস্য চেয়ারম্যান বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র বাংলাদেশ জনাব ড. ফয়সাল কামাল চৌধুরী, ভাইস চেয়ারম্যান -জিবি, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ জনাব শাহাব উদ্দিন আহমদ প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মাদ মুহ্সিন ভূঁইয়া। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার মুহাদ্দিস ও দায়িত্বপ্রাপ্ত উপাধ্যক্ষ জনাব মাওলানা আনোয়ার হোসাইন ও অত্র মাদ্রাসার বাংলা প্রভাষক মায়মুনা হক । ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কামিল ২য় বর্ষের ছাত্র, ছাত্র প্রতিনিধি মুহাম্মদ রফিকুল ইসলাম। উল্লেখ্যঃগতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দেয়া মাহফহলের আয়োজন করা হয়। এতে মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা মাকছুদ আহমদ, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রীবৃন্দ ও কর্মচারীবৃন্দ
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.