আরব আমিরাত প্রতিনিধিঃ সংযুক্ত আরব আমিরাত বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটি'র আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র শাহাদাত বার্ষিকী ও ১৫ এবং ২১ আগস্ট শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৯ আগষ্ট সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ "চেসকা" রেস্টুরেন্ট হল রুমে অত্র সংগঠনের সভাপতি এম এ মুছা'র সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাঈনউদ্দিন ফারুক এর সাবলীল এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় মোহাম্মদ সরওয়ার এর পবিত্র কোরআন তেলোয়াত এবং শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে সূচনা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা চেয়ারম্যান সাবেক ছাত্র নেতা আনোয়ার হোসেন সবুজ, প্রধান বক্তা বক্তব্য রাখেন সংগঠনের সহ -সভাপতি সাবেক ছাত্র নেতা জয়নুল হক লিটন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ওসমান গনি,উপদেষ্টা এনামুল হক,আলী আহাম্মদ,সহ-সভাপতি মোহাম্মদ মোস্তফা হোসেন,মোহাম্মদ রফিক,মোহাম্মদ জসিম উদ্দিন,নুরুল আজিম,যুগ্ম সম্পাদক নুর হোসেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর,আমজাদ হোসেন,রাক আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার নাসির উদ্দীন, সোমাল শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ খোকন, সোমাল শাখার মোহাম্মদ নাসির উদ্দীন, মেরিজ শাখার মোতালেব, আলী আহমেদ।বক্তব্য রাখেন কোসাইদাদ শাখার রুবেল হোসেন,রাক আঞ্চলিক শাখার মোহাম্মদ লোকমান,রামস শাখার আমির হোসেন,শাহাদাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তরা বলেন অবিলম্বে বঙ্গবন্ধু হত্যাকারী যারা লুকিয়ে আছে এসব খুনীদের ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা হোক,বঙ্গবন্ধু হত্যায় যারা চক্রান্ত এবং খুনীদের সহয়তা করেছে তাদের বিচার করার দাবী জানান। বক্তরা আরো বলেন বর্তমান সময়ে সবাই আওয়ামী লীগ দেশ বিদেশে মুজিব কোটের ছড়াছড়ি। সুবিধাভোগীরা দলে আস্তনা গেড়েছে এখন সতর্ক হতে হবে।চারিদিকে হালুয়ারুটির ভাগ করতে বিশৃঙ্খলা করছে অনুপ্রবেশকারীর দল।তাঁরা বঙ্গবন্ধু আদর্শকে পরিণত করতে চাই ব্যবসার হাতিয়ার হিসাবে। এখন সজাগ হতে হবে সবাই কে যারা সত্যিকার অর্থে বঙ্গবন্ধু আদর্শ চর্চা লালন করে। অবস্থানরত দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখতে এবং দেশ প্রেমে উজ্জীবিত হবার আহবান জানান।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু সহ সকল শহীদের আত্মার মাগফিরাত, ও মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘ হায়াত, সুস্বাস্থ্য, দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়ার মোনাজাত অনুষ্ঠিত হয়।ভোজ পর্বের মধ্য দিয়ে আয়োজনের পরিসমাপ্তি হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.