কাউন্সিলর অধ্যাপক মো. ইসমাইল এর উদ্যোগে জেলেদের মাঝে চাউল বিতরণ

চট্টগ্রাম প্রতিনিধি : কাউন্সিলর অধ্যাপক মো. ইসমাইল এর উদ্যোগে জেলেদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। আজ বিকেলে কালি মন্দির এলাকায় চট্টগ্রাম মহানগর ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলে/ মৎসজীবিদের মাঝে ভি,জি,এফ চাউল বিতরণ অনুষ্ঠান ২য় কিস্তিতে ৬২০ টি পরিবারের মাঝে ৩০ কেজি করে চাউল বিতরণ অনুষ্ঠানে মেম্বার মিন্টু দাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ১১ নং দক্ষিণ কাট্টলী ওর্য়াড কাউন্সিলর এবং অর্থ ও সংস্থাপন বিভাগের স্থায়ী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক মো.ইসমাইল । এসময় আরো উপস্থিত ছিলেন কলামিস্ট নূরুজ্জামান সান্টু, জেলা মৎস্য কর্মকর্তা বিক্রম জিৎ রায়,রুবেল শর্মা ,মেম্বার তরুণ দাশ,ঝন্টু দাশ, সুজন দাশ, জেলে প্রতিনিধি খেলন দাশসহ প্রমূখ।