মো. তাসলিম উদ্দিন, সরাইল প্রতিনিধি :শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার ব্যাপারে ইসলাম মানুষকে জোর তাকীদ দিয়েছে। অসুস্থ হ’লে চিকিৎসা গ্রহণের জন্য রাসূলুল্লাহ (ছাঃ) উম্মতকে উৎসাহিত করেছেন। তিনি নিজে অসুস্থ হ’লেও চিকিৎসা গ্রহণ করতেন। আর চিকিৎসার জন্য স্বভাবতই ডাক্তারদের শরণাপন্ন হ’তে হয়। তাই সমাজে ডাক্তারদের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। করোনাভাইরাস সংক্রমণের পর সাধারণ মানুষের পাশাপাশি ডাক্তাররাও যখন রোগীর চিকিৎসা নিয়ে আতঙ্কে আছেন, সেই সময়ে একজন মানবিক, আদর্শ ডাক্তার বা কর্ম সেবায়দক্ষ সরাইল উপজেলা স্বাস্হ্য ও পরিবারের পরিকল্পনা বিভাগ কর্মকর্তা ডা. নোমান মিয়া কথা বলছিলাম।
আজ দিনটি শনিবার ২০ আগস্ট দুপুর আমি ঢুকলাম সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখলাম সময় আড়াইটা। কয়েকদিন হয় শরীরটা বেশ ভালো যাচ্ছে না মনে করলাম ডাক্তার নোমান ভাইয়ের সঙ্গে চিকিৎসার কথা গুলো বলি। আর আমি কোন রোগে আক্রান্ত হলে নোমান ভাইয়ের চিকিৎসাধীন থাকি। যে কথাটি বলছিলাম ঘড়িতে তখন টাইম আড়াইটার মনে মনে ভাবছি হয়তো হাসপাতালে কেউ নেই। চিকিৎসকরা দুইটা পর্যন্ত হাসপাতালে থাকেন। আর এখন বাজে আড়াইটা, ঢুকতেই দেখি নোমান ভাই বসা সরকারি অফিসে। অফিসে ঢুকেই দেখলাম উনি প্রতিষ্ঠানের কাজ করছেন।তখন বললাম নোমান ভাই হাসপাতালে কেউ নেই আপনি শুধু একাই আছেন। ছোট্ট একটি হাসি দিয়ে বললেন বসেন। আপনার পরিবারের কি অবস্থা, বললাম ভাই অপারেশন হয়েছে দোয়া করেন। একাকী নিরব সময়ে একটি ছবি নিলাম যার কথা বলছি তিনি ডা. নোমান ভাইয়ের। ছবিটি আজ আড়াইটা বাজে হাসপাতালে উনার কার্যালয় থেকে উঠানো। আমরা অনেক সময় অনেককে নিয়ে অনেক ভাবে উপস্থাপন করে থাকি। অনেকে সরকারী কর্মস্থলের সময় মতে আসেননা। আসলেও কর্মস্থলে থাকেন না এই নিয়ে বিভিন্ন অভিযোগ রয়েছে বা আলোচনা আছে। সরকারি দায়িত্বের পরও অনেকে এমন ভাবে অফিসে দিন- রাত কাজে করে তারা গোটা কয়েকজন কর্মকর্তা যারা পেশার মাধ্যমে মানবতার কাজ করে যাচ্ছেন।
তাছাড়া ডাক্তারী পেশা ও মানবিকতা একই সুতোয় গাঁথা। কারণ ডাক্তারগণ মানুষের যত বেশী সেবা করার সুযোগ পান, অন্য পেশাজীবীরা ততটা পান না। একজন আদর্শ ডাক্তার মানুষকে সুস্থ করে নিজের ডবল দায়িত্ব হিসাবে দেখেন। একটি দায়িত্ব মানুষ হিসাবে, আরেকটি ডাক্তার হিসাবে। কাজেই একজন ডাক্তারকে আগে ভালো মানুষ হ’তে হয়, তাহ’লে তিনি পরবর্তীতে আদর্শ ডাক্তার হিসাবে পরিচিতি লাভ করেন। সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাক্তার নোমান ভাইকে অনেকে অনেক ভাবে লিখতে পারেন তবে আমি যেভাবে দেখেছি আজ? মানুষের জন্যই তো মানুষের ভালোবাসা যদি হয় এমন। আমরা আপনাদের কথা বলি। যারা মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ করেছেন, ধন্যবাদ আপনাকে ও আপনার কর্ম সেবাকে। তাই অনেকেই এমন করে বলেন, সমাজের মেধাবী, আদর্শবান এবং আগ্রহী সন্তানদেরকে এই চিকিংসা বিদ্যায় অনুপ্রাণিত করা উচিত। তবে দুঃখজনক হ’লেও সত্য যে, আমাদের দেশে ভুরি ভুরি ডাক্তারদের ভিড়েও আদর্শ ডাক্তারের সংখ্যা নিতান্তই নগণ্য।
পড়েছেনঃ ৯৯