সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে যুবলীগের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি সরকারের সন্ত্রাস ও দুর্নীতি বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে ২০০৪ সালে বঙ্গবন্ধু এভিনিউ এ আওয়ামীলীগের জনসভায় গ্রেনেড হামলা ঘটিয়ে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করার প্রতিবাদ ও হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছে মধ্যনগর উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ।
রোববার (২১ আগস্ট) দুপুর ১ টায় মধ্যনগর বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের সামনে থেকে যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ এর নেতৃত্বে ছাত্রলীগ ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী নিয়ে গ্রেনেড হামলার প্রতিবাদে একটি বিশাল বিক্ষোভ সমাবেশ বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, পুনরায় একই স্থানে ফিরে এসে শেষ হয়। এবং শহীদ মিনারে চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন,যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, যুগ্ম সম্পাদক ওবায়দুল ইসলাম খান রনি প্রমুখ সমাবেশে বক্তারা বলেন, বিভিন্ন সময়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য চেষ্টা চালানো হয়েছে। কিন্তু জনগণের প্রিয় নেত্রীকে সব সময় আল্লাহ রক্ষা করেছেন। বিএনপির নেতৃত্বাধীন ৪ দলীয় জোট আমলে ২১ আগস্ট যে গ্রেনেড হামলা হয়েছে তাও ছিলো জননেত্রীকে হত্যার চেষ্টা। বক্তারা ন্যাক্কারজনক এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.