বান্দরবান ( থানচি) প্রতিনিধিঃ বান্দরবান থানচি ও আলীকদম সড়কের পিক-আপ খাদে পড়ে সেনাবাহিনী এক সদস্য নিহত তিন সেনা সদস্য গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (১৬ আগষ্ট) বিকেল ৪ টা উপজেলা থানচি ও আলীকদম সড়কের ২৮ কিলো নামক স্থানে এ দুর্ঘটনায় ঘটে। নিহত সেনা সদস্য পরিচয় সৈনিক শিমুল, তিনি আলীকদম ১৬ ইসিবির সেনা সদস্য ছিলেন। আহতরা হলেন, ড্রাইভার কর্পোরাল প্রবীর সৈনিক ফরহাদ সৈনিক ইব্রাহিম।
স্থানীয় সূত্রে জানা যায়, আলীকদম রোডে আলীকদম ১৬ ইসিবির সেনাবাহিনীর একটি পিক-আপ গাড়ির থানচি আসার সময় ২৮ কিলোমিটার মংগক হেডম্যান পাড়া এলাকায় নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ ফুট উচু পাহাড় নিচে পড়ে যায়। গাড়িতে থাকা সৈনিক শিমুল ঘটনাস্হলে মারা যান। খবর পেয়ে থানচি ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনীর ও স্হানীয়দের সহায়তার গাড়িতে থাকা আরও তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরন করা হয়।পরে আহতদের হেলিকপ্টারে করে সম্মিলিত চট্টগ্রাম সামরিক হাসপাতালে নিয়ে প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.