হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : হাটহাজারী উপজেলার বাসস্টেশন স মিলে অভিযান চালিয়ে পাহাড়ি বনের কাঠ জব্দ করছেন হাটহাজারী উপজেলা প্রশাসন। সোমবার (২২আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌর এলাকার বাসস্টেশন একটি স মিল থেকে এই কাঠগুলো জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ শাহিদুল আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শহিদুল আলম গণমাধ্যমকে জানান, আলমগীর নামে এক ব্যক্তি অবৈধভাবে বনের কাঠ কেটে বিক্রি করার সময় তাকে পাওয়া যায়। অভিযুক্ত ঐ ব্যক্তিকে বন আইন ১৯২৭ এর ২৬ (ক) ধায়ার ২০ হাজার টাকা জরিমানা করা হয়ে। এছাড়া উদ্ধারকৃত কাঠ হাটহাজারী বন বিভাগকে বুঝিয়ে দেওয়া হইয়েছে। তিনি আরো জানান, অবৈধভাবে বন উজাড় করে পরিবেশের ক্ষতি সাধন করা আইনত দণ্ডনীয় অপরাধ। যে কোন ব্যক্তি বা যারা এই ধরনের কাজের সাথে জড়িত থাকবে তাদের আইনের আওতায় আনা হবে। জনস্বার্থে অভিযান অব্যাহত রাখার কথা জানান তিনি।