প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ১০:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৩, ২০২২, ৫:০৫ পূর্বাহ্ণ
মনীষা’র ফোকাস গ্রুপ ডিসকাসন প্রোগ্রাম অনুষ্ঠিত

ফারহান সিদ্দিক : সামাজি ও মানবিক উন্নয়ন সংস্থা মনীষা'র ফোকাস গ্রুফ ডিসকাসন প্রোগ্রাম অনুষ্ঠিত। রাঙ্গামাটি কাপ্তাই উপজেলায় স্থানীয় উপজাতীদের সাথে চলমান কোভিড-১৯ পরিস্থিতি স্থানীয় জনগন কীভাবে মোকবিলা করেছে! টিকা গ্রহণ সম্পর্কে তাদের ধারণা কী! এবং কোভিড-১৯ নিয়ে কী ধরনের মিথ্যা, গুজব ও কুসংস্কার স্থানীয় ভাবে বিরাজমান বিষয়ে এবং কোভিডের কী কী প্রভাব নারী, পুরুষ, কিশোরী-কিশোরী, শিশুদের ওপর স্থানীয়ভাবে পড়ছে। বাল্যবিবাহ নামের ঘৃণিত কাজের উপর স্থানীয় জনগনের পদক্ষেপ সম্পর্কে জানতে গতকাল (২১ আগস্ট) জাতীয় এনজিও নেটওয়ার্ক এডাব এর সম্বনয়ে উইনিসেফ এর সহযোগিতায় সমাজের শিক্ষক, সমাজকর্মী, আদর্শ কৃষক, রাজনৈতিক কর্মী, শীক্ষার্থী , পল্লি চিকিৎসক, ধর্মীয় নেতা, সাংবাদিক,নারীনেত্রী,সচেতন গৃহিনী ও সমাজের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে নিয়ে মনীষা (সামাজিক ও মানবিক উন্নয়ন সংস্থার) আয়োজন করে।
এসময় মনীষার প্রজেক্ট ম্যানেজার আনিসুল তুহিনের পরিচালনায় ২টি ফোকাস গ্রুপ ডিসকাসন অনুষ্টিত হয়। উক্ত ফোকাস গ্রুপ ডিসকাসনে সমাজের বাল্য বিবাহ ও কোভিড় পরিস্থিতি সম্পর্কে আলোকপাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.