সাতকানিয়া প্রতিনিধি: (চট্টগ্রাম) কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনে করে যাত্রী সেজে ইয়াবা ট্যাবলেট পাচারের সময় এক হাজার পাঁচশত পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, পিরোজপুর জেলা সদরের মুক্তারকাঠি এলাকার মোঃ হায়দার শেখের পুত্র মোঃ সুমন শেখ (২৪) তার বর্তমান ঠিকানা চট্টগ্রামের পাহাড়তলী এলাকার সাগরিকা রোডের ফোজদার পাড়া আফসারের ভাড়াটিয়া। এবং বরিশাল জেলার বরগুনার দক্ষিন ঝারাখালী ৯নং ওয়ার্ডস্থ করায়বাড়ীয়া সেকেন্দার হাওলাদার বাড়ীর মোঃ মজিবুর রহমানের পুত্র মোঃ আল আমিন (২৫)। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে চট্টগ্রামের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.