প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ৯:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৪, ২০২২, ৪:৫৬ পূর্বাহ্ণ
সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের যোগদান

সাতক্ষীরা : সাতক্ষীরার নতুন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান যোগদান করছেন। মঙ্গলবার (২৩ আগস্ট) বিকালে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এসময় জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এর আগে ফেনীর পুলিশের পুলিশ সুপার ছিলেন। গত ৩ আগষ্ট বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (এসবি) ঢাকার পুলিশ সুপার হিসাবে কর্মরত অবস্থায় তাকে সাতক্ষীরায় পদায়ন করা হয়।
কাজী মনিরুজ্জামান ১৯৭৬ সালের ৩০ জুন ঝিনাইদহের গোবিনাথপুরে জন্মগ্রহণ করেন। ১৯৯২ সালে হরিনাকুন্ডু পিএনহাই স্কুল থেকে এসএসসি ও ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে এমএসএস ডিগ্রি লাভ করেন।
পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, জেলায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মানুষের সেবা প্রদানের জন্য কাজ করে যাব। এছাড়া যেকোন ধরনের অবৈধ কাজ, অস্ত্র, মাদক, নাশকতা, সন্ত্রাসসহ সকল প্রকার অপরাধ মূলক কর্মকান্ড রুখতে সকলের সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.