এম এ মান্নান বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়ন পরিষদে ২৫ আগস্ট বৃহস্পতিবার দুপুর দেড়টায় মধ্যনগর থানা কতৃক আয়োজিত ও সি জাহিদুল হক এর নির্দেশে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পরিষদের চেয়ারম্যান সন্জিব রঞ্জন তালুকদার টিটু 'র' সভাপতিত্বে বক্তব্য রাখেন মধ্যনগর থানার এস আই সারোয়ার হোসেন, মধ্যনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ মান্নান, সমাপনী বক্তব্য দেন সভার সভাপতি চেয়ারম্যান সন্জিব রঞ্জন তালুকদার টিটু প্রমুখ।
সভায় বক্তারা বলেন, এলাকার অপরাধ দমনে সকলেই সম্মিলিত ভাবে পুলিশকে তথ্য উপাথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। এবং মাদক, জোয়া, বাল্যবিয়ে,চোরি সহ কালোবাজারীদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। এসময় উপস্থিত ছিলেন পরিষদের সচিব এম কে রুহুল আমিন, ইউ পি সদস্য সুমন চন্দ্র বর্মন, আঃ ছাত্তার, সনেট তালুকদার, হাবিবুর রহমান, নূর আহমদ, সুশিল সরকার, মহিলা সংরক্ষিত সদস্য জেসমিন আক্তার ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়াও এস আই সারোয়ার হোসেন বলেন, বিগত দিনে যে সকল কমিটি ছিলো অনেকেই এলাকায় না থাকায় কার্যক্রম ধীরগতি দেখা দিয়েছে। তাই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বিট পুলিশিং সম্পর্কে জানতে প্রতি ওয়ার্ড পর্যায়ে বিট পুলিশিং কমিটি নতুন করে গঠন করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.