ডেস্ক রিপোর্ট : চট্টগ্রাম কোষ্টারহেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের নাম ভাঙ্গিয়ে উপদেষ্টা ও সমন্বয়কারী পরিচয় দিয়ে এরশাদুর রহমান বিরুদ্ধে বেআইনী ভাবে বিভিন্ন দপ্তরে পত্র দিয়ে হয়রানির সৃষ্টির অভিযোগ ওঠেছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে কোষ্টারহেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আলমগীর এই অভিযোগ করেন।
তিনি অভিযোগ করেন, বাঁশখালী ও বিভিন্ন জেলার নিরীহ শ্রমিকদের কাছ থেকে বহিঃনোঙ্গরে কাজ দিয়ে বলিয়া লক্ষ লক্ষ টাকা আত্মসাত করে চলেছেন । আমাদের জানামতে উক্ত ব্যক্তি কোন কালে আমাদের সংগঠনের সাথে জড়িত নয় । তার এই ধরনের কর্মকান্ড অর্থের বিনিময়ে বিএনপি জামায়াতের যোগসাজসে বন্দর এলাকায় একটি অস্থিতিশীল পরিস্থি সৃষ্টি ও বহিঃবিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে সরকারকে বেকায়দায় ফেলার একটি সুগভীর ষড়যন্ত্র । তিনি আরও বলেন, ভবিষ্যতে কর্মরত শ্রমিকদের বিরুদ্ধে কোন ধরনের ষড়যন্ত্র করা হলে আন্দোলন , সংগ্রামের কর্মসূচী ঘোষণা করে তার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। উক্ত দূর্নীতিবাজ ব্যক্তি এরশাদুর রহমান চৌধুরীর বিরুদ্ধে অতি দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি ।
এতে উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি মো : মহিউদ্দিন কবির , সাংগঠনিক সম্পাদক মো : জসিম উদ্দিন , যোগাযোগ সম্পাদক মো : জাফর ইকবাল , সহ - অর্থ সম্পাদক মোহাম্মদ উল্লাহ , সমাজ কল্যাণ সম্পাদক মো : লোকমান , কার্যকরী সদস্য মো : আলমগীর হোসেন মোক্তার , মো : ইউসুফ নবী , মো : কাঞ্চন মাঝি , মো : কামাল দোভাষ , মো : জুয়েল প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.