আশিফুজ্জামান সারাফাতঃ চট্টগ্রাম নগরীর ২৫ নং রামপুর ওয়ার্ডস্থ ফকির গলি টিএনটি রোড়ে ২৫ আগষ্ট দুপুরে দেয়াল ধসে তিন বছরের শিশু মোঃ সোহাগ নিহত হয়েছে । নিহত শিশুর পিতা মোঃ সোহেল (২৬), মাতা নুর নাহার বেগম।
প্রত্যক্ষদর্শীরা জানান দুপুর আনুমানিক ৩ টার দিকে শিশু সোহাগ খেলছিল। এমন সময় হঠাৎ পাশ্ববর্তী একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে পড়ে শিশু সোহাগ আহত হয়। পরে তাকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। পরে পুলিশ এই ঘটনায় ভবনের মালিককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
ঘটনার বিষয়ে শিশু সোহাগের পিতা সোহেলের ও মাতা নুর নাহার সময়ের নিউজকে এ বিষয়ে কোন বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।
এব্যাপারে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহির উদ্দিন মুঠোফোনে বলেন বলেন, ভবনটি পুরাতন ছিল, যারা কাজ করছিল তারা অসাবধনতা বসত কাজ করার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত সোহাগের অভিভাবক অভিযোগ নিয়ে থানায় আসেননি এবং এ বিষয়ে এখনো থানায় কোন মামলা হয়নি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.