প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৮, ২০২৫, ১২:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৭, ২০২২, ১:৩৭ অপরাহ্ণ
রুমা আবাসিক বিদ্যালয়ে ভিত্তিক পুষ্টি বিষয়ক রচনা লেখা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিলিয়ান বম, রুমা (বান্দরবান): ২৭শে আগস্ট ২০২২ রুমা আবাসিক বিদ্যালয়ে ভিত্তিক পুষ্টি বিষয়ক রচনা লেখা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭শে আগস্ট) সকাল সাড়ে ১০ টায় রুমা আবাসিক বিদ্যালয মিলনায়তনে কারিতাসের লীন প্রকল্পের আওতায় এ বিতর্ক অনুষ্ঠান আয়োজন করা হয়।
বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ দিদারুল আলম। সভাপতিত্ব করেন রুমা আবাসিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভলী ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রানি সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মংক্যচিং মার্মা , পরিবার পরিকল্পনা সহকারী কর্মকর্তা ত্রিদীপ চাকমা, রুমা প্রেস ক্লাবের সভাপতি শৈহ্লাচিং মার্মা, লীন প্রকল্পের সমন্বয়কারী খ্রিস্টফার রিটন আসাম ও রুমা আবাসিকের সিনিয়র শিক্ষক আব্দুর রহিম।
পরে শিক্ষার্থিদের অংশগ্রহণে পুষ্টিহীনতা কিশোর - কিশোরীদের শারারিক ও মানসিক বিকাশে প্রধান অন্তরায়" শীর্ষক বিতর্ক অনুষ্ঠিত হয়। পক্ষে বিতার্কিকরা হলো ৮ম শ্রেণি ছাত্রী এমিলি মার্মা, ১০ম শ্রেণি ছাত্রী স্বপ্না ত্রিপুরা ও কেরী ভানলাল বম। বিপক্ষের বিতার্কিকরা হলো ১০ম শ্রেণি ছাত্র প্রণয় তঞ্চঙ্গ্যা, নুথোয়াচিং মার্মা ও লালরাম থার বম। বিতর্কের প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা প্রাণি সম্পদ ভারপ্রাপ্ত কর্মকর্তা মংক্যচিং মারমা, পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা ট্রিদীপ ত্রিপুরা, রুমা প্রেস ক্রাবের সভাপতি শৈহ্লাচিং মারমা ও মোহাম্মদ বাবুল আক্তার। এতে মডারেটরের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক সমেশ চাকমা।
পরে বিজয়ী পক্ষ দল ও বিজিত বিপক্ষ দল, পুষ্টি মেলায় প্রদর্শনী প্লটে অংশগ্রহণকারী ও পুষ্টি বিষয়ে অনুষ্ঠিত রচনা প্রযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.