বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : বাঁশখালী উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের অধীনে গতকাল সোমবার (২৯ আগষ্ট) সকাল ১১ টা থেকে ৪টা পর্যন্ত ভ্রাম্যমান আদালত বসিয়ে বিভিন্ন প্রাইভেট কোং নামীয় ৬টি বেসরকারি হাসপাতাল সিলগালা করে দিয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিউটিভ ম্যাজিষ্ট্রেট খোন্দকার মাহামুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুর রহমান মজুমদার। বাঁশখালীতে কোনরুপ বৈধ কাগজপত্র ছাড়া ১৫টি বেসরকারি হাসপাতাল ও ১৩টি ডায়াগনষ্টিক সেন্টার পরিচালনা করে আসছেন দীর্ঘদিন ধরে। ড্রাগ প্রশাসন ও স্থানীয় প্রশাসনকে চুখে ধুলো দিয়ে প্রশাসনের নাকের ডগায় অবৈধ মেডিকেল বাণিজ্য চালিয়ে যাচ্ছেন অনায়শে।
ওইসব হাসপাতালের শেয়ার হোল্ডার করা হয়েছে কতিপয় জামায়াতি আইনজীবি, রাজনৈতিক নেতা, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের ধনাঢ্য ব্যক্তিদের। বাঁশখালী উপজেলা সদর ও চাম্বলে সিলগালা করা হাসপাতালগুলো হচ্ছে বাঁশখালী জেনারেল হাসপাতাল, ন্যাশানাল হাসপাতাল (প্রাঃ) লিমিটেড, মামনি ডায়াগনষ্টিক সেন্টার, ইউনিক ডায়াগনষ্টিক সেন্টার, মিনি ল্যাব, মর্ডান ডায়াগনষ্টিক সেন্টার।
বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিউটিভ ম্যাজিষ্ট্রেট খোন্দকার মাহামুদুল হাসান বলেন, লাইসেন্স বিহীন সকল হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার পর্যায়ক্রমে বন্ধ করে দেয়া হবে। আজ ৬টি হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ করে দেয়া হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.