প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ১০:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৯, ২০২২, ২:০০ অপরাহ্ণ
মাদক মুক্ত লালমনিরহাট গড়তে আমি সকলের সহযোগিতা চাই- পুলিশ সুপার সাইফুল ইসলাম

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলা কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে লালমনিরহাট জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, পুলিশ সুপার হিসেবে নয় আমি আপনাদেরই একজন হিসেবে থাকতে চাই।আপনাদের সহযোগীতা চাই।
প্রশাসনের যারা সাধারন মানুষকে হয়রানি করছে সেটা ফাইন্ড আউট করে তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।আমার যে দায়িত্ব রয়েছে তা শতভাগ ও স্বচ্ছতার সাথে পালন করবো।গত ২৪ আগস্ট এখানে যোগদান করে যতটুকু খোজ খবর নিয়েছি তাতে জানতে পেরেছি এখানে মাদক ও নারী নির্যাতনের মামলা বেশি।মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করছি। আর এখন থেকে বাল্য বিবাহ কমাতে শিক্ষার্থীদের সাথে আলোচনা, সেমিনার করা হবে। জেলায় পুলিশের সকল ভালো কাজে আপনাদের সহযোগিতা কামনা করছি।
মতবিনিময় সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রবিউল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ আতিকুল হক,অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মারুফা জামাল, সদর থানা অফিসার ইনচার্চ এরশাদুল সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা ও জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.