প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৮, ২০২৫, ৪:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩১, ২০২২, ৭:২২ পূর্বাহ্ণ
পেকুয়ায় নিখোঁজ শিশুর ১০ ঘন্টাপর পুকুর থেকে মৃত উদ্ধার

পেকুয়া ( কক্সবাজার) : কক্সবাজারের পেকুয়ায় নিখোঁজ এক শিশুর ১০ ঘন্টা পর পুকুর থেকে মৃত উদ্ধার করেছে স্বজনরা । ৩০ আগষ্ট মঙ্গলবার দুপুর ১টা থেকে শিশুটি নিখোঁজ হয়। নিখোঁজ শিশুর সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর প্রকাশ ও এলাকায় মাইকিং করা হয়। অবশেষে রাত সাড়ে দশটায় শিশুটির বাড়ীর পাশের পুকুর থেকে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনাটি ঘটেছে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভোলাইয়াঘোনা এলাকায় ।
শিশুটির পিতা স্ক্রাপ ব্যবসায়ী মোহাম্মদ ইদ্রিস জানান, আমার ২য় সন্তান মোহাম্মদ ইসমাইল (৫) দুপুর ১টায় হারিয়ে যায় সম্ভাব্য সকল স্থান ও পুকুরে খুঁজ করে না পাওয়ায় এলাকায় মাইকিং করি । পরে মুরব্বিদের কথামত পুকুর পাড়ে আজান দিয় , রাত সাড়ে ১০ টায় বাড়ীর পাশের পুকুরে নেমে আমি নিজেই ডুবন্ত অবস্থায় তার মৃত দেহ খুঁজে পাই । স্থানীয়রা জানান, ইদ্রিস একজন দ্ররিদ ঋণগ্রস্থ স্ক্রাপ ব্যবসায়ী তার ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেয়ে আসে ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.