সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর বাজারে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম নিয়ে মোবাইল কোট করেন, মধ্যনগর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান। ৩১ আগস্ট বুধবার দুপুর ১২ টায় ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান এর নেতৃত্বে প্রথম বারের মতো ভ্রাম্যমান আদালত মোবাইল কোট পরিচালনা করেছেন। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খোলা খাবার এবং ভোক্তা অধিকার আইনে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন।
এরমধ্যে ভাই বোন স্টোর, মুদির দোকানে শুম্ভু রায়কে ২০০৯ এর ভুক্তাঅধিকার আইনের ধারা অনুযায়ী ২ হাজার টাকা ও মিষ্টির দোকান উত্তম সরকারকে অস্বাস্থ্যকর খাবার এবং মেয়াদ উত্তীর্ণ পানিয় ডিংস পাওয়ায় ৩ হাজার টাকা জরিমানা করেছেন। এছাড়াও অন্যান্য দোকান ঘর ভিজিট করেন ম্যাজিস্ট্রেট, এবং যে সকল দোকানে মূল্য তালিকা নাই ও লাইসেন্স বিহীন গ্যাস সিলিন্ডার, অবৈধ ব্যবসায়ী ও ভেজাল খাদ্য সহ মেয়াদ উত্তীর্ণ মালামালের বিষয়ে শতর্ক সংকেত দিয়েছেন। এবং এসময় তিনি , ব্যবসায়ী দোকান মালিকদের ও বাজার বনিক সমিতির সভাপতি অমরেশ চৌধুরী রায়কে বলেন যে, আজ থেকে দুই দিনের মধ্যে মূল্য তালিকা টানানোর নির্দেশ দেন। পরবর্তীতে অনিয়ম দুর্নীতি ভেজাল খাদ্য সামগ্রী বিক্রেতাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে অভিযোক্তকে তাত কনিক আইনের আওতায় আনা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.