বান্দরবানে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

বান্দরবান ( থানচি) প্রতিনিধি: বান্দরবানের রুমা উপজেলা সদর ইউনিয়নে এক নারীকে ধর্ষণের অভিযোগে অংক্যসিং মারমা (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাত ৮টায় ২ নং রুমা সদর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডে রুমা উপর পাড়ায় নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। অংক্যসিং মারমা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড গ্রাম পুলিশ রুমাচর ক্যম্বা পাড়ার এলাকার বাসিন্দা প্রুথোয়াই অং মারমা”র ছেলে। রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, নির্যাতিতা ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রুমাচর নীচ পাড়ার বাসিন্দা। গত ১২ আগস্ট বেলা ৩টায় একটি খামারে কাজ করার সময় সেগুন বাগানে ডেকে নিয়ে অংক্যসিং মারমা তাকে জোরপুর্বক ধর্ষণ করেন। আজ বৃহস্পতিবার থানায় মৌখিক অভিযোগ করলে পুলিশ অভিযুক্ত অংক্যসিং মারমাকে রাত আটটায় নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। ওসি মো. আলমগীর হোসেন জানান, মামলা প্রক্রিয়াধীন আছে।