পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের বেকুটিয়া ফেরিঘাট থেকে কঁচা নদীতে পড়ে এক রাজস্ব কর্মকর্তা নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার রাতে পিরোজপুর-বরিশাল সড়কের বেকুটিয়া ফেরির কুমিরমারা প্রান্তের পন্টুন থেকে তিনি নদীতে পড়ে যান বলে জানান পিরোজপুর সদর থানার এসআই মো. গোলাম সরোয়ার। নিখোঁজ আবদুল্লাহ বিন কাফি (৪০) সাতক্ষীরা কাস্টমস, এক্সাইজ এন্ড ভ্যাট অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা। তিনি ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেওলা ইউনিয়নের চরটিকিয়া গ্রামের প্রয়াত কেফায়েত উল্লাহর ছেলে।
আবদুল্লাহ বিন কাফির গাড়ি চালক ইব্রাহীম স্বপন জানান, সাতক্ষীরা থেকে বিকালে বরিশালের উদ্দেশে রওনা হন তিনি ও আবদুল্লাহ বিন কাফি। “রাত সাড়ে ৮টার দিকে বেকুটিয়া ফেরিঘাটে পৌঁছালে গাড়ি ফেরিতে ওঠার সময় আবদুল্লাহ বিন কাফি নেমে যান। এরপর মোবাইল ফোনে কথা বলার এক পর্যায়ে পন্টুন থেকে পা পিছলে নদীতে পড়ে যান।” পরে স্থানীয়রা পিরোজপুর ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়েই ফেরিঘাটে আসনে তারা। তবে পিরোজপুরে ডুবুরি না থাকায় বরিশাল থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা এসে নদীতে অনুসন্ধান চালাবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.