আরব আমিরাত প্রতিনিধিঃ কোভিড ১৯ ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে যখন সারাবিশ্ব নাজেহাল প্রতিটি দেশের অর্থনীতি যখন টালমাটাল অবস্থায় তখন প্রতিটি দেশ চেয়ে থাকে রেমিট্যান্স যোদ্ধাদের দেশে পাঠানো টাকার উপর কারণ তাদের রেমিট্যান্স দেশের অর্থনীতিকে শক্তিশালী গড়ে তুলে। এবারের জুলাই মাসে রেকর্ড রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশের রেমিট্যান্স যোদ্ধারা।তাদের রেমিট্যান্স এর টাকায় দেশ আবার আগের মতো সচল হতে শুরু করেছে। জুলাই মাসের এর চেয়ে সৌদি আরব,সংযুক্ত আরব আমিরাত,কুয়েত,কাতার ও বিভিন্ন দেশ থেকে আগষ্টে ১২ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে দেশে এবার আগষ্টে মোট রেমিট্যান্স এসেছে ২.০৪ বিলিয়ন ডলার,যা গত মাসে আগষ্টে এসেছিল ১৮১ কোটি ডলার।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.