সিলেট : বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের সিলেট বিভাগের তিন দিন ব্যাপী মূকাভিনয় কর্মশালা বুধবার (৩১ আগস্ট) সিলেটের সম্মিলিত নাট্য পরিষদের মহড়া কক্ষ সারদা হলে সনদ প্রদানের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। সমাপনী আয়োজনে সভাপতিত্ব করেন মাইম আইকন কাজী মশহুরুল হুদা। অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য সামশুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, ঢাকার মহাকাল নাট্য সম্প্রদায়ের সংগঠক আবু আজাদ ও কর্মশালার প্রধান প্রশিক্ষক রিজোয়ান রাজন। স্বাগত বক্তব্য দেন কর্মশালা সমন্বয়কারী ধ্রুব জ্যোতি দে।
সিলেট বিভাগের ছয়টি নাট্যদলের ২২ জন এ কর্মশালায় অংশ নেন। কর্মশালায় অন্যদের মধ্যে কবি শাহেদ কায়েস ও মুক্তা ঠাকুর স্ব স্ব বিষয়ে প্রশিক্ষণ দেন। বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্র ইতিমধ্যে ঢাকায় পাঁচ দিনের একটি জাতীয় পর্যায়ের কর্মশালা সম্পন্ন করেছে। এ ধরনের কর্মশালা দেশব্যাপী চলমান থাকবে। বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের ডিরেক্টর জেনারেল কাজী মশহুরুল হুদা বলেন, ‘একটি দেশের সাংস্কৃতিক ধারাবাহিকতায় সেই দেশের সংস্কৃতির রূপরেখা তৈরি হয়। কিন্তু নানা সীমাবদ্ধতায় বাঙলা মূকাভিনয় বিকশিত হয় নাই। আমরা সে লক্ষ্যেই বাংলাদেশের মূকাভিনয় বিনির্মাণের পদ্ধতিগত প্রশিক্ষণ দিচ্ছি।’
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.