হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটে স্কুটি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ হারালেন চবি শিক্ষক ড. আফতাব হোসেন। তিনি স্কুটি আরোহী ছিলেন। শুক্রবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম-হাটহাজারী সড়কের চবির এক নম্বর গেট মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ৪১ বছর বয়সী ড. আফতাব হোসেন চবির প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডরমিটরি বিসি হলের নিচে থাকতেন। তার স্ত্রী সাইয়েদা ইসমত আরাও চবির প্রাণীবিজ্ঞান বিভাগের শিক্ষক। তিনি এক পুত্র সন্তানের জনক। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়।
জানা যায়, ড. আফতাব হোসেন ব্যক্তিগত কাজে স্কুটি চালিয়ে শহরে গিয়েছিলেন। কাজ শেষে ফেরার পথে রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট এলাকায় একটি বেপরোয়া প্রাইভেটকার তার স্কুটিকে পেছন থেকে সজোরে আঘাত করে। পরে তাকে আশংকাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। মৃত্যুের বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মো. সাদেকুর রহমান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নং গেট মোড়ে ৪১ বছর বয়সী শিক্ষক আফতাব হোসেন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরী বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.