
মো.তাসলিম উদ্দিন, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া-৩১২ আসনের সাংসদ ও সরাইল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ) এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু মাও শিশুদেরকে ভালোবাসতেন। বঙ্গ বন্ধু কন্যা মমতাময়ী মা প্রধানমন্ত্রী মা ও শিশুদের জন্য যা কিছু করা দরকার সবই করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের খবরও রাখেন। তার প্রমাণ আমরাও দেশের মায়েরাও,এমন মা পেয়ে আমরা সত্যিই গর্বিত।
সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের হল রোমে মা- মণির আয়োজনে সরাইল উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের বার্ষিক কর্ম পরিকল্পনা সভায় উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ কর্মকর্তা ডা. মো. নোমান মিয়ার সভাপতিত্বে এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বললেন। উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা.লিটন কর্মকার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল। সরাইল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন,উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন, শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান মোছা. আছমা বেগম, সুকের পরিচালক মো.মোমিন মিয়া, ডা.মো. মাহবুবুর রহমান, মা- মণির কর্মকর্তা মো. আলমগীর হোসেন, প্রমুখ।
এমপি বলেন,দেশ আজ চিকিৎসা সেবা বহু দুর এগিয়েছে। কেউ বিনা চিকিৎসায় থাকতে হয় না। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে দেশকে সুচিকিৎসায় নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসকদের দায়িত্বে কোনো অবহেলা করা যাবে না। রোগীর চাপ থাকলেও সঠিক ও মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে। এমপি বলেন, আপনারা মানুষের সেবা দেন।একজন রোগী যখন ডাক্তারের কাছে যায়, তখন চিকিৎসা, ওষুধের থেকেও ডাক্তারের ভালো ব্যবহার সেটাও কিন্তু মানুষকে অনেক ক্ষেত্রে সুস্থ করে তুলে।রোগীদের ভেতরে একটা আত্মবিশ্বাস সৃষ্টি করে। সেই বিষয়টার দিকেও একটু বিশেষভাবে দৃষ্টি দিতে বলেন এমপি শিউলি আজাদ। রোগীর আত্মবিশ্বাস সৃষ্টিতে চিকিৎসক বড় ভূমিকা পালন কর থাকেন বলে মনে করেন এ নারী সাংসদ। নারীদের সেবায় খুব দ্রুত একজন মহিলা চিকিৎসক দেওয়া হবে তিনি তাঁর বক্তব্যে বলেন।