মাসুদ পারভেজ, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে দেশী ও বিদেশী অস্ত্রসহ রউফ মোল্লা (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে জামালপুর র্যাব-১৪। আটককৃত ব্যক্তি চরশৌলমারী কলেজ পাড়াস্থ গ্রামের আবুল কাশেম মোল্লার পুত্র বলে জানা গেছে। গত রবিবার (৪ সেপ্টেম্বর) দিন গত রাত আনুমানিক ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রউবকে আটক করে রেখে তার বাড়িতে গিয়ে অনুসন্ধান করলে ১টি বিদেশী পিস্তল, ১টি দেশীয় তৈরী লোহার শর্ট গান, ১টি দেশীয় তৈরী পাইপ গান, শর্ট কার্তুজ ৬ রাউন্ড গুলি, ২টি চাকু ও নগদ অর্থ ৯ হাজার ৫শত টাকাসহ উদ্ধার করা হয়। সোমবার বিকালে রৌমারী থানায় নায়েক সুবেদার বাদশাহ মিয়া র্যাব-১৪ সিপিসি- ১ জামালপুর বাদী হয়ে একটি মামলা রুজু করে অস্ত্রসহ আসামী রউবকে পুলিশের হাতে সোপর্দ করেন।
জামালপুর র্যাব-১৪ সূত্রে জানা গেছে, উপজেলার চরশৌলমারী ইউনিয়নের ডিগ্রী কলেজ সংলগ্ন এলাকায় আব্দুর রউব মোল্লার বাড়িতে দির্ঘদিন ধরে গোপনে এ অস্ত্র গুলি রাখতো। এমন গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর র্যাব-১৪ সিপিসি-১ জামালপুর স্কোয়াড্রন লিডার আশিকুর রহমানের নেতৃত্বে তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে পৌঁছালে বাড়ির ভেতরে দক্ষিণ দুয়ারী ঘরে থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি দেশীয় তৈরী লোহার শর্ট গান, ১টি দেশীয় তৈরী পাইপ গান, শর্ট কার্তুজ ৬ রাউন্ড, ২টি চাকু ও নগদ অর্থ ৯ হাজার ৫শত টাকাসহ উদ্ধার করে রাতেই আসামীসহ মালামাল গুলি জামালপুর হেডকোয়ার্টারে নিয়ে যায়। পরদিন সোমবার দুপুর সাড়ে ১২ টার সময় রৌমারী থানায় নায়েক সুবেদার বাদশাহ মিয়া র্যাব-১৪ সিপিসি-১ জামালপুর বাদী হয়ে একটি মামলা রুজু করে অস্ত্রসহ আসামী রউবকে পুলিশের হাতে সোপর্দ করেন।
এবিষয়ে স্কোয়াড্রন লিডার আশিকুর রহমান জানান, আসামী রউফ দীর্ঘদিন থেকে চরাঞ্চলের, আসপাশে ও বিভিন্ন স্থানে গিয়ে সন্ত্রাসী ও চুরি ডাকাতি করে আসতো। বাড়িতে অবৈধ ভাবে অস্ত্র রাখার দায়ে তাকে আটক করা হয়েছে। পরে মামলা দিয়ে রৌমারী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। রৌমারী থানার অফিসার ইনচার্জ রূপ কুমার সরকার বলেন, র্যাবের আটককৃত অস্ত্রসহ একজন আসামীসহ মামলা দায়ের করেছেন। আমরা মামলা নিয়েছি এবং আসামীকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.