ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড : ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কিশোর-কিশোরীদের শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় এসব উপহার দেওয়া হয়। এ উপলক্ষে সোমবার (৫ সেপ্টেম্বর) সীতাকুন্ড উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম, সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, শিক্ষা অফিসার মো. নুরুচ্ছাফা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা আলম সরকার, উপজেলা প্রকৌশলী মো. গোলাম মোস্তফা, সহকারী শিক্ষা অফিসার মনু বড়ুয়া ও মো. হারুন। উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় সীতাকুণ্ডের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০ কিশোরীকে বাই-সাইকেল এবং প্রাথমিক বিদ্যালয়ের ৬০ জন, মাধ্যমিক পর্যায়ের ৩০ জন ও কলেজ পর্যায়ের ১৫ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.