পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কঁচা নদীর উপর নির্মিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের পর জনসাধারণের জন্য খুলে দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ শোভাযাত্রা করেছে স্থানীয়রা। মঙ্গলবার বিকেলে সেতুর পশ্চিম প্রান্ত কুমিড়মারা এলাকা থকে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে সেতুর অপর প্রান্ত বেকুটিয়ায় গিয়ে শেষ হয়। সদর উপজেলার শারিকতলা ডুমরিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আজমির হোসেন মাঝি'র নেতৃত্বে আয়োজিত শোভাযাত্রায় স্থানীয় শত শত মানুষ অংশ নেয়। গত রোববার (০৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী উদ্বোধন করেন। এর পরপরই অনুষ্ঠান স্থলের সর্বস্তরের মানুষ সেতু পারাপার, সেতুতে ছবি তোলা এবং সেতুতে পায়ে হেঁটে সেতুতে এপার থেকে ওপারে যাওয়ার উল্লাসে মেতে ওঠে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.