মো. তাসলিম উদ্দিন, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা চুন্টা ইউনিয়নের আজবপুর বাজারে মুজিব টেলিকম বিকাশের দোকানে চুরির ঘটনায় চোরের বিচার দাবী করে সংবাদ সম্মেলন করেছেন ভোক্তভোগি ব্যবসায়ী মো. মুজিবুর রহমান।শুক্রবার (৯ সেপ্টেম্বর )বিকাল ৫টায় আজবপুর বাজারে ইউপি মেম্বারের অফিসে সংবাদ সম্মেলনে ভুক্তভোগি ব্যবসায়ী মুজিবুর রহমান চুরির ঘটনা সাংবাদিকদের অবগত করেন। গত বৃহস্পতিবার (১সেপ্টেম্বর) সকালে আজবপুর বাজার এলাকায় মুজিব টেলিকমের তালা কেটে ঘটনার বিবরণে মুজিবুর রহমান উপস্থিত সাংবাদিকদের বলেন, গত ১ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার দুপুরে আনুমানিক একটার দিকে আজবপুর বাজারে আমার দোকান মজিব টেলিকম দোকান ঘরের দরজা ভাঙ্গিয়া চোরেরা দোকান ঘরে বাক্স থেকে ১ লাখ ৪০ হাজার টাকা নগদ, পাঁচটি মোবাইল,১৫ হাজার টাকার মোবাইল রিচার্জ কার্ড, ১০/১২ হাজার টাকা সিগারেট চুরি করে নিয়ে যায় একটি সংঘবদ্ধ চোরচক্র।
এ ব্যপারে মুজিব টেলিকমের স্বত্ত্বাধিকারি মো: মুজিবুর রহমান ভোক্তভোগি তার বক্তব্যে বলেন,গত বৃহস্পতিবার সেপ্টেম্বর ১তারিখ দিনে আজবপুর বাজারে সাটারের তালা কেটে বিকাশের দোকানে চুরির ঘটনায় সরাইল থানা পুলিশ আসছিল । ব্যবসায়ী মো. মুজিবুর রহমান সাংবাদিকদের বলেন, ভৈরবের এক মহিলা আমার দোকানে কাচা মালের ব্যবসা করে।এই মহিলার কথায় তিনজন ব্যক্তিকে সন্ধেহ করি। আমার দোকান ঘর থেকে নগদ টাকা ও মোবাইল, সিগারেট চুরি ব্যাপারে আইনের মাধ্যমে সত্তিকারের দোষী ব্যক্তির বিচার দাবি করেছেন ব্যবসায়ী মুজিবুর রহমান। এব্যপারে চুন্টা ইউনিয়নের ২ ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোখলেছুর রহমান বলেন, এই ঘটনায় আমাদেরকে শেষ করার কথা বলেছিল তবে। কি শেষ হবে এখন আমাদের বিরুদ্ধে আরো মিথ্যে প্রবঞ্চনার পরে বিভিন্ন ভাবে আমাদেরকে হেয় প্রতিপন্ন করছে বিবাদী পক্ষ। তাই আমরা মনে করি চুরের ঘটনায় আইনের মাধ্যমে শেষ হলে অনেক ভাল হবে।
আজবপুর গ্রামের সালিশ কারক মো.মহিউদ্দিন মনমিয়া বলেন, আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন এটি শেষ করার জন্য। বিবাদীরা তারা তো শেষ করেই না আমাদেরকে নিয়ে আরো মিথ্যা অপবাদ দিয়েছে। ডাকলে ব্যবসায়ী মজিবুর রহমান আসলেও তারা আসে না। যেহেতু চুরির ঘটনা আইনের মাধ্যমে সত্তিকারের দোষী ব্যক্তিদের আইনের মাধ্যমে বিচার করা হোক।
সরাইল থানা এসআই মো.জসিম উদ্দিন বলেন, চুরির ঘটনা শুনে এলাকায় গিয়েছিলাম আমরা। তাদেরকে বলে আসছি থানায় অভিযোগ দেওয়ার জন্য এ পর্যন্ত কেউ অভিযোগ দেয় নাই।অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পড়েছেনঃ ৮২