প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ৬:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২২, ১১:১১ পূর্বাহ্ণ
সরাইল আজবপুরে সেতু আছে, রাস্তা নেই !!

মো. তাসলিম উদ্দিন, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ছেলে সেতুর উপর থেকে নিচে লাপ দিয়ে। সাংবাদিকের কাছে এসে বলে এই রাস্তা আর হবে না। সেতু থেকে নিচে এসে যে রাস্তার কথা ছেলেটি বলছিল। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের আজবপুর বাজারে পুর্বপাশে রসুলপুর- আজবপুর রাস্তার সেতু আছে, কিন্তু রাস্তা নেই।এ সেতুটি অনেক বছর আগে নির্মাণ করা হয়েছে এলাকাবাসী জানিয়েছেন। কিন্তু যারা দাঁড়িয়ে আছে কোন কাজে আসছে না।কিন্তু যাতায়াতের উপযোগী করা হয়নি। শুধু নির্মিত সেতুটি দাঁড়িয়ে আছে। কোনো কাজে আসছে না।

আজবপুর এলাকার আকবর হোসেন স্বামিমিয়াসহ অনেকে বলেন, সেতু নির্মাণের পর রাস্তা নির্মাণের জন্য বিভিন্ন স্থানে আবেদন করেও কোনো লাভ হচ্ছে না।ফলে সেতুর মুখে মাটি ভরাট ও রাস্তা তৈরি না করায় দুর্দশার মধ্যে দিয়ে মানুষ সেতুর পাশে দিয়ে চলাচল করতে হয়।সরেজমিনে জানা যায়,সরাইল উপজেলার আজবপুর বাজারে পাশে রসুলপুর- নরসিংহপুর আজবপুর রাস্তার মাঝে দুই পায়ে দাঁড়িয়ে আছে সেতুটি। সরকারের অর্থ বরাদ্দ করা হয়েছে, তবে জন গণের কোন কাজে আসছে না। এখন শুধু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেতুটি।।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.