প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ৬:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২২, ১১:২১ পূর্বাহ্ণ
আখাউড়ায় দেবগ্রামে প্রীতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত।

বাদল আহাম্মদ খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাবেক মেয়র মরহুম এন এম হাসান খাঁন, মরহুম আনোয়ার খাঁন ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল সামাদ খাঁন আবুসামা স্বরণে জোড়া খাসি দিয়ে প্রীতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌর শহরের দেবগ্রাম মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত খেলায় সভাপতিত্ব করেন, প্রয়াত সাবেক মেয়র হাসান খাঁনের ছোট ভাই মোঃ জয়নাল খাঁন।
দেবগ্রাম পুর্বপাড়া বেলজিয়াম প্রবাসী সুমন আহাম্মেদের সার্বিক সহযোগিতায় ও যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত খেলায় অংশগ্রহণ করেন স্থানীয় দেবগ্রাম পূর্বপাড়া বিবাহিত ফুটবল একাদশ বনাম অবিবাহিত ফুটবল একাদশ। টানটান উত্তেজনা পূর্ণ ফাইনাল খেলাটি শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়। খেলাটি দেখতে এলাকার হাজারো ফুটবল প্রেমী দর্শক মাঠে উপস্থিত হতে দেখা গেছে।
ধারাভাষ্যকার খোরশেদ আলম বাবু ও সাংবাদিক মোশারফ হোসেন কবিরের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন। খেলায় ম্যান অবদ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন অবিবাহিত দলের মোঃ জুলামিন মোল্লা ও সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন বিবাহিত দলের মোঃ মানিক মিয়া।
খেলায় রানার্সআপ ট্রফিদাতা মোঃ মনির হোসেন, আর আর চ্যাম্পিয়ন ট্রফিদাতা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন। ম্যান অফ দ্যা ম্যাচ এর পুরস্কার দাতারা হলেন সোহেল খা, মাহবুব, রুমান ভূইয়া। এদিকে ছোট ছেলেদের জার্সি উপহার দেন বেলজিয়াম প্রবাসী মোঃ সুমন।
আকর্ষণীয় ফাইনাল খেলাটি দেখতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কসবা আখাউড়া টেলিভিশন সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক গণকন্ঠের স্টাফ রিপোর্টার, বিশিষ্ট সার্ভেয়ার আমিন ও দলিল লেখক সাংবাদিক বাদল আহাম্মদ খান, আমজাদ হোসেন খান আইয়ুব, তাহের আহাম্মদ খান, মোঃ মিজানুর রহমান, খোকন মিয়া, আনিস মিয়া, সাখাওয়াত হোসেন খান স্বাধীন, জুম্মান মীর, সাংবাদিক তানজিব জামান, সাংবাদিক আলী আফজাল খাঁন শিমুল প্রমুখ।
এসময় অতিথিরা বলেন, খেলাধুলা একটি নির্দোষ বিনোদন এটি শরীর ও মনকে ভালো রাখে, নিয়মিত খেলাধুলা চর্চা করলে যে কেউ মাদক সহ অন্যান্য নেশার জগত থেকে দূরে থাকতে পারবে, তাই যুবসমাজকে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধূলার চর্চা করার প্রতি আহবান জানান তারা। পরে রানার্সআপ দলের হাতে রানার্সআপ ট্রফি ও চ্যাম্পিয়ন দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন উপস্থিত অতিথিরা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.