সময়ের নিউজ ডেস্কঃ চট্টগ্রামঃ লিও জেলা ৩১৫-বি৪, বাংলাদেশ এর ২৬তম লিও ডিস্ট্রিক্ট ও ক্লাব অফিসার জয়েন্ট ইনস্টলেশন ২০২২ "প্রতিজ্ঞা" প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। ৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল নয়টায় চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গনে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচীর শুভ উদ্বোধন করেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন শেখ শামসুদ্দিন আহমদ সিদ্দিকী। পরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম হলে দুই পর্বে অনুষ্ঠিত হয় লিও ডিস্ট্রিক্ট ও ক্লাব অফিসার জয়েন্ট ইনস্টলেশন প্রোগ্রাম-২০২২। প্রথম পর্বে সভাপতিত্ব করেন লিও জেলা ৩১৫-বি৪ এর ২০২১-২২ সেবাবর্ষের সভাপতি লিও আফিফা ইসলাম।
দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন সদ্য শপথ গ্রহণ করা ২০২২-২৩ সেবাবর্ষের জেলা সভাপতি লিও ইরফান মোস্তফা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন জেলা ৩১৫ বি৪ এর ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন শেখ শামসুদ্দিন আহমদ সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন এ জেলার দ্বিতীয় ভাইস গভর্ণর লায়ন কোহিনূর কামাল, প্রাক্তন জেলা গভর্নর লায়ন মঞ্জুর আলম মঞ্জু, লায়ন কামরুন মালেক, কেবিনেট সেক্রেটারি লায়ন হাসান মাহমুদ চৌধুরী ও কেবিনেট ট্রেজারার লায়ন পারভীন মাহমুদ এফসি। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সন্মানিত ডীন ড. আশরাফ আলী বিশ্বাস, ডিপার্টমেন্ট হেড ড. ফয়সাল। আরও উপস্থিত ছিলেন জিএলটি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন আশরাফুল আলম আরজু, জিএমটি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন এড. নুরুল ইসলাম, এলসিআইএফ কোঅর্ডিনেটর ও মাল্টিপল লিও ক্লাবস্ চেয়ারম্যান লায়ন গাজী মোঃ শহীদুল্লাহ, জিইটি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন আসিফ উদ্দিন ভুইয়া, কেবিনেট জয়েন্ট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দীন চৌধুরী, কেবিনেট ট্রেজারার লায়ন নুর মোহাম্মদ বাবু, ডিস্ট্রিক্ট লিও ক্লাবস্ চেয়ারপার্সন লায়ন আনিসুল হক চৌধুরী, লিও ক্লাব ইয়ুথ এক্সচেঞ্জ চেয়ারপার্সন লায়ন নিশাত ইমরান, সদ্য বিদায়ী জেলা সভাপতি লিও আফিফা ইসলাম, এ জেলার প্রাক্তণ সভাপতি লায়ন ড. মেসবাহ উদ্দিন তুহিন, লায়ন বদিউর রহমান, লায়ন কামরুল ইসলাম পারভেজ, লায়ন হেলাল উদ্দিন, লায়ন আবু নাসের রনি, লায়ন ওবাইদুর রহমান, লায়ন আনোরারুল হক চৌধুরী, লায়ন শাহরিয়ার ইকবাল লিও জেলা ৩১৫-এ৩ এর জেলা সভাপতি লিও লামিয়া করিম সহ আরও প্রমুখ লায়ন নেতৃবৃন্দ।
পবিত্র কুরআন, গীতা ও ত্রিপিটক থেকে পাঠের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয় সম্মিলিত জাতীয় সংগীত, আনুগত্য শপথ, লিও প্লেজ, অতিথি বরণ, ডিস্ট্রিক্ট ও ক্লাব অফিসারদের শপথ, কেবিনেট মিটিং ও পুরস্কার বিতরণ। ক্যাবিনেট মিটিং এ লিও জেলা ৩১৫ বি৪ এর সভাপতি লিও ইরফান মোস্তফার সভাপতিত্বে ও সেক্রেটারি ওমর ফারুক এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার সহ-সভাপতি আতিক শাহরিয়ার সাদিফ, ট্রেজারার শওকত হোসেন সহ জেলার সকল ক্যাবিনেট মেম্বারবৃন্দ।
অনুষ্ঠানে জেলা সভাপতির পিন, ২৬ তম ইনস্টলেশনের সুভেনিয়র ও টি-শার্ট শুভ উন্মোচন করেন জেলা গভর্ণর ও আমন্ত্রিত অতিথিরা। লায়ন জেলার গভর্ণর শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী বলেন, লায়ন্স ক্লাব পৃথিবীর সর্ববৃহৎ অরাজনৈতিক সেবা সংগঠন। এ সংগঠনের অন্যতম সহযোগি লিও ক্লাব। ৩১৫ বি৪ এর ২৬ তম ইনস্টলেশন প্রোগ্রাম প্রতিজ্ঞায় এ জেলার লিওরা সবার আগে ভালো মানুষ হওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। সেইসাথে পৃথিবীর সকল মানুষ, প্রাণি, পরিবেশের জন্য সেবার দৃঢ প্রত্যয় নিয়েছে লিওরা। আগামী প্রজন্মকে সেবার মিছিলে সামিল করতে লিওরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে লিও জেলার ৪১ টি ক্লাবের ৩শতাধিক লিও অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.