হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ উচ্চতর শিক্ষা অর্জনের জন্য আগামী মাসে চায়না গিয়ে হেনান ইউনিভার্সিটি অব টেকনোলজি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কথা ছিল শিক্ষার্থী গাজী মোঃ ইসমাঈলের (২৫)। চাইনিজ লোকাল গভর্মেন্ট থেকে স্কলারশিপ পেয়েছিল সে।মা বাবার দীর্ঘ স্বপ্ন ছেলেকে বিদেশে লেখাপড়া করাবে।গত ১৮সাল থেকে যাওয়ার প্রস্তুতি থাকলেও করোনা ভাইরাসের কারনে সম্ভব হয়নি তার।সকল কাজ সম্পন্ন,দেশ ছেড়ে পাড়ি জমাবে চায়না হেনান ইউনিভার্সিটিতে।কিন্তু সেই স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেছে গতকাল রাতে।ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে হাটহাজারীতে।
আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে বসতঘরে থাকা সব কিছু,একই সাথে পুড়ে গেছে শিক্ষার্থী ইসমাঈলের শিক্ষা জীবনের সকল ডকুমেন্টস,ট্রান্সক্রিপ্ট, সকল সার্টিফিকেট, ভিসা আবেদন পত্র, এক্সেপ্টেন্স লেটার, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল সার্টিফিকেট, পাসপোর্ট সহ সকল আনুষাঙ্গিক কাগজপত্র এমনি ভাবে প্রতিবেদককের কাছে অশ্রুশিক্ত নয়নে কথাগুলো বলেন ইসমাঈলের বাবা প্রবাসী ইবরাহিম।তিনিও আগামী ২৮তারিখ আরব আমিরাতে চলে যাওয়ার প্রস্তুত।বিমানের টিকেট সহ পাসপোর্ট ও পুড়ে গেছে। তার দুই মেয়ের কলেজের এডমিট কার্ড সহ সকল সার্ফিকেট পুড়ে শেষ।ক্ষতিগ্রস্থ পরিবারের কিছুই রইলা। তিনি অশ্রুশিক্ত নয়নে আরো বলেন, গত রাতের আগুন ধরার আগে সন্ধ্যায় আমরা নিকটবর্তী আত্মীয়র বাড়ীতে বেড়াতে যায় স্ব-পরিবার।আগুন লাগার মত কোন কিছুই তো ঘরে ছিলনা।তবে গত কয়েকদিন ধরে আমার পার্শ্ববর্তী ঘরের ব্যক্তির সাথে কথা কাটাকাটি হয়।এটা পরিকল্পিত ভাবে আগুন লাগার ঘটনা ঘটিয়েছে বলে তিনি ধারনা করছেন।তারপরেও সবকিছু আল্লাহর উপর ছেড়ে দেন তিনি। সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে যত দ্রুত সম্ভব উচ্চ শিক্ষায় পাড়ি জমাতে চায়না যেতে সকল ডকুমেন্ট যেন তৈরী করতে পারে সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান। যেন কোন হয়রানির স্বীকার হতে না হয়।অন্যথায় তার সন্তান আর বাইরে যেতে পারবেনা।যেতে না পারলে সন্তানের জীবন নষ্ট হয়ে যাবে বলেও আশংকা প্রকাশ করেন শিক্ষার্থীর এ বাবা।
প্রসঙ্গতঃগত বুধবার রাত নয়টার দিকে হাটহাজারী উপজেলার চৌধুরী হাট ১নং সিটি কর্পোরেশন এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।তবে কি ভাবে আগুনের সুত্রপাত গ্যাস থেকে নাকি বিদ্যুৎ সর্ট-সার্কিট থেকে তা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানাতে পারেনি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে প্রায় ১২ থেকে ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পড়েছেনঃ ১০৩