প্রিন্ট এর তারিখঃ জুলাই ৫, ২০২৫, ১১:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২২, ৪:২৩ পূর্বাহ্ণ
বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত একমাত্র নারী প্রার্থী সালমা রহমান হ্যাপী

পিরোজপুর প্রতিনিধিঃ দেশের ৬১ জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেছে আওয়ামী লীগ। জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নামের তালিকা নারী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন পিরোজপুর আওয়ামীলীগ নেত্রী সালমা রহমান হ্যাপী।
শনিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে গণভবনে শুরু হওয়া মনোনয়ন বোর্ডের সভা চলে রাত পর্যন্ত। সভা শেষে জেলা পরিষদের দলীয় প্রার্থীর নাম চূড়ান্ত করে নামের তালিকা প্রকাশ করা হয়। রাতে বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ু–য়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সালমা রহমান হ্যাপী বলেন “ বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর উপর আস্থা রেখে তাকে আওয়ামীলীগের মনোনয়ন দিয়েছেন।
মনোনয়ন পেয়ে তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞা জ্ঞাপন করেছেন এবং মনোনয়ন বোর্ডের অন্য সকল আওয়ামীলীগের নেতাদের তিনি ধন্যবাদ জানান। এছাড়া আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে তিনি আওয়ামীলীগের মনোনীত প্রার্থী তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী হিসেবে পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদে বিজয়ী হবেন আশা করছেন।”
গত ২৩ অগাস্ট এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে পিরোজপুর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা বিলেন, “এবার নির্বাচন হবে জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২২ অনুসারে। সংশোধিত এ আইন অনুযায়ী, এবার জেলা পরিষদে নির্বাচিত হবেন ১১ জন; এর মধ্যে একজন চেয়ারম্যান, সাত জন সাধারণ সদস্য এবং তিনজন সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হবেন।
তিনি জানান, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৭৪৭ জন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.