তেতুলিয়া প্রতিনিধিঃ তেঁতুলিয়া উপজেলায় করতোয়া নদীতে নুড়ি পাথর উত্তোলন করতে গিয়ে মাটিচাপায় ফারুক হোসেন (৩২) নামে এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দেবনগড় ইউনিয়নের ময়নাগুড়ী গ্রামে করতোয়া নদীতে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক ফারুক একই এলাকার আমিরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আটজনের একটি দল ময়নাগুড়ী করতোয়া নদীতে পাথর উত্তোলন করতে যান। বিকেলে পাথর উত্তোলনের সময় নদীর পানিতে ডুব দেয় ফারুক। এসময় নদীর কিনারার মাটি ধসে চাপা পড়েন তিনি। এদিকে কিছুক্ষণ পর অপর সহকর্মীরা তাকে পানির ওপরে উঠতে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন।
প্রায় আধাঘণ্টা পর তাকে নদীর পানি থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করেন তারা। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করেন। এ ব্যাপারে ৭ নং দেবনগড় ইউপি চেয়ারম্যান সোলেমান আলী এবং তেঁতুলিয়া মডেল থানার ওসি সাঈদ চৌধুরী আলম পাথর শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.