প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ১:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২২, ৩:১৫ অপরাহ্ণ
সীতাকুন্ডে ব্যবসায়ি সমিতির নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ

ফারহান সিদ্দিক, সীতাকুন্ড : সীতাকুন্ড পৌরসদর ব্যবসায়ি সমিতির সাধারন সম্পাদক বেলাল হোসেন(৫০) বিরুদ্ধে নিজ সংগঠনের সদ্যাস আসলাম নামের এক ব্যবসায়িকে মারধরের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি। গত ১০ সেপ্টেম্বর সীতাকুন্ড মডেল থানায় আসলাম এই অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করে বাদী মোহাম্মদ আসলাম(৫০) বলেন আমি একজন গো-খাদ্যের দোকানদার। গত ৮ সেপ্টেম্বর বিবাদী বেলাল হোসেনের দোকান থেকে ভাউসার মূলে ৩,৫৪০ টাকার ভূষি ক্রয় করি ।কিন্তু বিবাদী এই টাকা পাই নাই মর্মে পূর্ণরাই টাকা দাবি করে। এমতাবস্থায় বিবাদী সাথে কথা কাটাকটি হলে আমি আমার দোকানে চলে যাই। পরবতর্তী ১০ সেপ্টেম্বর আমি দোকানে থাকা অবস্থায় বিবাদী বেলাল হোসেন আমাকে তার কর্মচারী দ্বারা ডেকে পাঠায়। আমি সরল বিশ্বাসে তাঁর দোকানে গেলে আমাকে কর্মচারী দিয়ে বেরধক পিঠিয়ে গুরত্বর আহত করে। জোরপূর্বক আমার থেকে পূর্ণরাই ৩,৫৪০ টাকা আদায় করে নেয় এবং আইনের আশ্রয় নিলে হত্যর হুমকি দেয়।
অভিযোগকারী মোহাম্মদ আসলাম বলেন গত ৮ সেপ্টেম্বর আমি বেলাল হোসেনের দোকান থেকে ৩,৫৪০ টাকার ভূষি ক্রয় করে টাকা প্রদান করে দোকানে চলে যায়। পরের দিন ৮ তারিখ তাঁর একজন কর্মচারী দিয়ে আবার টাকার জন্য পাঠালে আমি দোকানে দেখা করার কথা বলি। ১০ তারিখ তাঁর দোকানে গেলে সে আমাকে চোর বলে সম্বোধন করে বেঁধে রাখার হুমকি দেয়। মারধর করে। জোরপূর্বক পকেট থেকে টাকা নিতে চাইলে আমি সীতাকুন্ড বাজার মসজিদে ডুকে টাকা নেওয়ার কথা বলি তিনি নিজে না গিয়ে একজন কর্মচারী পাঠায়। পরে মসজিদে ডুকে ঐ কর্মচারী আমার থেকে টাকা নিয়ে যায়। তিনি আরো অভিযোগ করে বলেন আমি নিজেও একজন বাজার কমিটির সদ্যাস।নিজে ভোট দিয়ে তাকে নিবার্চিত করেছি।আজ তার প্রতিদান পাচ্ছি মার খেয়ে।ব্যবসায়ি হয়ে ব্যাবসায়ি নেতার হাতে এই ভাবে হেনস্তাস্বীকার ব্যবসায়িদের জন্য চরম লজ্জার বিষয়।
সীতাকুন্ড বাজার কমিটির সভাপতি রেজাউল করিম বাহারের কাছে জানতে চাইলে তিনি বলেন এই বিষয়ে আমি তেমন কিছু জানিনা, এক ব্যাবসায়ী আমার কাছে অভিযোগ করেছে। তবে আমার মনে হয়না বেলাল এতো অল্প টাকার জন্য এমন আচরন করবে।
এই বিষয়ে বিবাদী বেলাল হোসেনের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন যে কেউ অভিযোগ করতে পারে। যদি এমন কোন তথ্য বা স্বাক্ষী প্রমান থাকে তাহলে তিনি তা আইনের আশ্রয় নিয়ে উত্থাপন করুক।তবে এই বিষয়ে আমাকে থানা থেকে কিছু জানানো হয়নি।
সীতাকুন্ড মডেল থানার ওসি(তদন্ত) সুমন বনিকের কাছে জানতে চাইলে তিনি বলেন অভিযোগের বিষয় আমরা জানতে পেরেছি। তদন্তে সত্যতা প্রমান পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.