পঞ্চগড়, তেতুলিয়া প্রতিনিধিঃ তেতুলিয়ায় মডেল থানা পুলিশের গোপন বিশেষ অভিযান পরিচালনা করে সোমবার সোমবার ১৩ সেপ্টস্বর রাতে তেতুলিয়া চান্দাবাড়ি - গরিয়াগছ বসত বাড়ী থাকার ঘর থেকে নুরু ইসলাম বাবু ওরফে পল্টি বাবু (৩৬)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মডেল থানার পুলিশ। এ সময়ে তাদের কাছ থেকে ৫ বোতল কোডিন যুক্ত ফেনন্সিডিল উদ্ধার করা হয়।
পুলিশ সুত্র জানায় পঞ্চগড় জেলার তেতুলিয়া থানার সদর ৩ নং তেতুলিয়া ইউপির চান্দা বাড়ী গরিয়াগছ গ্রামের স্থানীয় বাসিন্দা আনারুল হকের পুত্র। গত সোমবার রাতে মডেল থানার পুলিশের এস আই দিনবন্দু রায়ের নেতৃত্বে এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার অভিযানে এস আই তপন কুমার রায়, এ এস আই ওমর ফারুক সঙ্গীয় ফোর্সসহ তেতুলিয়া মডেল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন।
এব্যাপারে মডেল থানার দিনবন্দু রায়ের সহিত মঙ্গল বার সকালে যোগাযোগ করা হলে জানান, নেশাজাতীয় অবৈধ মাদকদ্রব্য ব্যবসাহী পল্টি বাবু যুবকের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রক আইনে তেতুলিয়া মডেল থানায় মামলা রুজু প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.