মোঃ শোয়াইব, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ হাটহাজারীর আল ফয়সাল এগ্রো কমপ্লেক্স থেকে মূল্যবান ৬শত ফুট মোটা বিদ্যুৎ থ্রী পেইজ তার চুরির অপরাধে জড়িত ২চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার(১৩সেপ্টেম্বর) দিবাগত ২টার দিকে অভিযান চালিয়ে জড়িত দুইজনকে পুলিশ গ্রেপ্তার করে। উদ্ধার হওয়া বিদ্যুৎ তারের আনুমানিক মূল্য ৬০হাজার টাকা। গ্রেপ্তারকৃতরা হল পৌরসভার ১নং ওয়ার্ড পশ্চিম দেওয়ান নগর মরিয়ম টিলার মো.মোশারফের পুত্র মাসুদ রানা মাসুদ(২১) ও সুলতান আহমদের পুত্র মো:হানান্ন(২৩)।সেও একই এলাকার বাসিন্দা।
থানা সুত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর রাতে হাটহাজারী পৌরসভার পশ্চিম দেওয়ান নগর আল ফয়সাল এগ্রো কমপ্লেক্স এর মালিক লুৎপি মাদানির খরিদা সম্পত্তিতে স্থাপিত খামার বাড়ী থেকে ৬০০ফুট ও বিদ্যুৎ থ্রী পেইজ তার সহ খুটি, চুরি করে নিয়ে যায়। পরে অভিযোগ পেয়ে গতকাল দিবাগত রাত ২টার দিকে হাটহাজারী মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক প্রদীপ চন্দ্র দে অভিযান চালিয়ে চোরাইকৃত বিদ্যুৎ তার উদ্ধার সহ জড়িত দুইজনকে গ্রেপ্তার করে।তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন সত্যতা নিশ্চিত করে বলেন,গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.