
ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জোড়ামতল এলাকার অবৈধ ভাবে মজুদকৃত জব্দকরা টিসিবির ২ হাজার লিটার তেল খোলা বাজারে ১১০ টাকা দরে বিক্রি। আজ (১৪ সেপ্টেম্বর) সকাল ১০ থেকে উপজেলা পরিষদ চত্বরে এই তেল বিক্রয় করা হয়। এই সময় উপজেলার আশেপাশে এলাকা থেকে বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশু লাইয়ে দাঁড়িয়ে ২২০ টাকা দিয়ে জনপ্রতি ২ লিটার করে নিতে দেখা যায়। কম মূল্যে তেল সংগ্রহের জন্য সাধারন মানুষের ভীর চোখে পড়ার মতো ছিলো । পরবতর্তীতে অনেকেই না পেয়ে খালি হাতে ফিরতে দেখাযায়।
এর আগে গত ১০ সেপ্টেম্বর সীতাকুন্ড উপজেলা নিবার্হী কর্মকর্তা তার সরকারী ফেইসবুক আইডি থেকে ন্যায্যমূল্যে জনসাধারণের নিকট খোলা বাজারে ১১০ টাকা মূল্যে টিসিবির মাধ্যমে এই তেল বিক্রির ঘোষনা দেয়। উল্লেখ্য খোলাবাজারে বিক্রয়কৃত এই দুই হাজার লিটার তেল গত ৭ আগষ্ট উপজেলার জোরামতল এলাকায় উপজেলা নিবার্হী কর্মকর্তা শাহদাত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে একটি মুদি দোকান থেকে অবৈধ ভাবে মজুদ রাখার তেল জব্দ করা হয় ও মো: মাসুদ নামের ঐ দোকানিকে গ্রেপ্তার করা হয়।