পঞ্চগড়, তেতুলিয়া প্রতিনিধি : পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার শালবাগান পশু হাটটি তিরনই-শালবাহান ইউনিয়নের মধ্যে অবস্থিত রয়েছে। হাটে যাওয়ার পথে কৈমারী-আলমগীর চেয়ারম্যান রাইচ মিলস, থেকে কালীতলা পর্যন্ত রাস্তাটি যত্রতত্র গর্ত চলাচলে বৃষ্টি হলেই অযোগ্য হয়ে পড়েছে দীর্ঘদিনেও মেরামত হয়নি। বৃষ্টি হলে এ রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে। তখন অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের।
এলাকাবাসী জানান, তেতুলিয়া উপজেলার বেশির ভাগ রাস্তা পাকা হলেও এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি, শালবাহান কৈমারী সড়ক বর্ষাকালে এ গ্রামের কাঁচা রাস্তায় চলাচল করা খুবই কষ্টের মাত্র আধা কিলোমিটারের চেয়ে কম, রাস্তার কারনে চরম ভোগান্তিতে পড়তে হয় জনসাধারণকে। গ্রামের অধিকাংশ মানুষ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন। উপজেলার সর্ববৃহৎ বাণিজ্যিক প্রাণ কেন্দ্র শালবাহান হাটে এই সড়ক দিয়ে ৭ টি ইউনিয়নসহ জেলার সব গবাদী পশু এবং হাজার হাজার লোকের যাতায়াত ও কৃষিপণ্য আনা-নেওয়ায় সড়কটি ব্যবহার করেন।
স্থানীয় বাসিন্দা ও ক্ষুদ্র ব্যবসাহী সোলেমান আলী ও রবিউল ইসলাম বলেন বৃষ্টি হলে কাঁচা রাস্তায় কাদাপানি জমে থাকে। তখন রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা চলতে পারে না। হেঁটে চলাচলও কঠিন হয়ে পড়ে।ওই সড়কটিই ব্যবহার করে পাশে থাকা শালবাহান বালিকা উচ্চ বিদ্যালয়, শালবাহান দাখিল মাদ্রাসা, শালবাহান উচ্চ বিদ্যালয়,কাড়িগড়ি কলেজ,মনিগছ সরকারী প্রাথমিক বিদ্যালয়, ও হাফেজিয়া মাদ্রাসার শত শত শিক্ষার্থীর একমাত্র রাস্তা রয়েছে।
এ বিষয়ে শালবাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুবক্কর সিদ্দিক কাবুল ও শালবাহান বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও তেতুলিয়া প্রেস ক্লাবের সভাপতি সোহরাব আলী জানান, স্থানীয় জনপ্রতিনিধিকে বিষয়টি অবহিত করার পরেও তারা কোন পদক্ষেপ নিচ্ছেন না , ২/৩ বছর ধরে রাস্তাটি চলাচলের অযোগ্য গর্তে ভরা, সড়ক দুর্ঘটনা লেগেই থাকে, পাকা করার প্রতিশ্রুতি দিয়ে আসছেন জনপ্রতিনিধিরা, কেউ কথা রাখেননি। প্রয়োজনের তাগিদে দুর্ভোগ সঙ্গী করেই যাতায়াত করতে হচ্ছে মানুষের। অল্প বৃষ্টিতে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তখন সব ধরনের যান চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়। তখন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিশু-বৃদ্ধ ও নারীরা বেশি সমস্যায় পড়েন।
কলেজ শিক্ষার্থী বলেন, দীর্ঘদিন ধরে তারা কাঁচা রাস্তা দিয়ে যাতায়াত করছেন। গ্রাম থেকে এক কিলোমিটার পরই পাকা সড়ক। সামান্য এটুকু কাজ না করায় যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন ও আশরাফুল ইসলাম বলেন, এ শালবাহান গ্রামের বাসিন্দারা পাকা সড়কের অভাবে দুর্ভোগে আছেন। সড়কটি পাকা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে শালবাহান হাটের ইজারাদার মো; দারাজ আলী জানান,সরকার প্রতিবছর এ হাট থেকে রাজস্ব কোটি টাকা আদায় করে আসলেও রাস্তাটি কোন মেরামত করছে না।এ ব্যাপারে তেতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা, বলেন, জরুরী ভাবে সড়কটি পাকা করার উদ্যোগ নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.