মোঃ সরওয়ার আলম চৌধুরী, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : বাঁশখালী প্রধান সড়কের পুঁইছড়ি ইউনিয়নের দক্ষিণ পুঁইছড়ি ফুটখালী ব্রিজেরপাশে বৃহম্পতিবার (১৫ সেপ্টেম্বর) ২টায় পুলিশ গাড়ি তল্লাশি করে ৬ হাজার ৬শত পিস ইয়াবাসহ মোহাম্মদ শাকের (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। শাকের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবরাং করাচিপাড়ার মো. আলী আকবরের ছেলে। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, গোপন সূত্রে খবর পেয়ে গাড়ি তল্লাশি করে মোহাম্মদ শাকেরকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে এস আই মো. মাসুদ বাদি হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছেন।
পড়েছেনঃ ৯১