প্রেস বিজ্ঞপ্তিঃ দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (সিসিসিআই) ও বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্স (বিসিই)’র যৌথ আয়োজনে “ট্রান্সফরমিং দি ম্যানুফ্যাকচারিং সেক্টর ইন এরা অব টেকনোলজি” শীর্ষক গোলটেবিল বৈঠক ১৫ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হয়। চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলম’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কলকাতাস্থ বেঙ্গল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সহ-সভাপতি ও প্রাইজ ওয়াটার কুপারস (পিডবিøউসি)’র এডভাইজরী লীড অর্ণব বসু, পিডবিøউসি’র সিনিয়র পার্টনার মামুন রশিদ। চেম্বার সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর’র সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে চট্টগ্রামের ২০টি সেক্টরের ৩৫ জন উদ্যোক্তা, ব্যবস্থাপনা পরিচালক এবং উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন-আমাদের প্রতিযোগী দেশের সাথে ঠিকে থাকতে হলে প্রযুক্তিগত উৎকর্ষতা যেমন বাড়াতে হবে তেমনি গুরুত্ব দিতে হবে দক্ষ মানবসম্পদেও। পাশাপাশি প্রযুক্তিগত উন্নতির সাথে সাথে খরচ কমানোর জন্য অভ্যন্তরীণ কাঁচামাল উৎপাদন ও সরবরাহ বাড়াতে হবে। আমাদেরকে দ্রুত নতুন প্রযুক্তিতে স্থানান্তর করতে হবে। তিনি প্রযুক্তির সাথে সাথে পণ্য বৈচিত্র্যের উপর গুরুত্বারোপ করেন। বেঙ্গল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সহ-সভাপতি অর্ণব বসু বলেন- ম্যানুফ্যাকচারিং খাতে সাপ্লাইচেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বৈশ্বিক প্রেক্ষাপটে সাপ্লাইচেইন এ নিজেদের সক্ষমতা রয়েছে তারা উৎপাদনেও এগিয়ে যাচ্ছে। বিশ্ব এখন উৎপাদনে রোবটিক প্রযুক্তি ব্যবহার করছে যা উৎপাদন বাড়াচ্ছে কয়েকগুণ। তাই ম্যানুফ্যাকচারিং খাতের সক্ষমতা অর্জনে ডিজিটাইলাইজেশন এবং প্রযুক্তির উৎকর্ষতা কোন বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।
চেম্বার সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর বলেন-বিভিন্ন সেক্টরে ডিজিটাইজেশনের ব্যবহার, প্রভাব, সমস্যা ও ভবিষ্যৎ সম্ভাবনার বাস্তবভিত্তিক আলোচনা ও বিশেষজ্ঞ মতামত আজকের এই গোলটেবিল বৈঠকে উঠে এসেছে। তিনি আরো বলেন-চিটাগাং চেম্বার ব্যবসায়ীদের সকল সমস্যা সমাধান, ব্যবসায়িক গ্রুপের ট্রান্সফরমিং-সহ অন্যান্য সমস্যা নিয়েও ভবিষ্যতে কাজ করবে।
বিভিন্ন সেক্টরের বক্তরা বলেন-দক্ষ মানবসম্পদ, প্রযুক্তিগত উৎকর্ষতা এবং এর সম্ভাব্য সকল সমস্যা নিয়ে আলোচনা করেন। টেকনোলজিক্যাল উন্নতির পাশাপাশি কিভাবে তথ্যের গোপনীয়তা ও সাইবার এ্যাটাক থেকে প্রতিষ্ঠানকে রক্ষা করা যায় সেই বিষয়ের উপরও গুরুত্বারোপ করেন। এছাড়া পারিবারিক ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কর্পোরেট গভর্ন্যান্সের উপরও নজর দেয়ার আহবান জানান বক্তারা।
গোলটেবিল আলোচনায় চিটাগাং চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ, চেম্বার পরিচালক অঞ্জন শেখর দাশ, বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, চেম্বারের প্রাক্তন পরিচালক এম. মহিউদ্দিন চৌধুরী, বিএসআরএম গ্রæপের হেড অব কর্পোরেট মনির হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আরিফ ইফতেখার, সিনজেন গ্লোবাল’র প্রতিষ্ঠাতা আবু হোসেন, সাজ্জাদ এ খান, জিটিআর লিঃ’র রুবায়েত ফয়সাল, স্মৃতি মেকার্স লিঃ’র কমলেন্দ সিং, সুফী নিটিং’র মোঃ সরোয়ার হোসেন, ফেবিয়ান গ্রুপের সাঈদুল ইসলাম, আমজাদ হোসেন চৌধুরী, ওয়াশেক জামাল, নাসিমুল আলম, সাজ্জাদ আরেফিন আলম, মিচ্যুয়াল গ্রুপ’র জুনায়েদ আহমেদ রাহাত, পিডবিøউসি’র তন্ময় ঘোষ ও রায়হান টিটু, লুব-রেফ’র পরিচালক মোঃ সালাউদ্দিন ইউসুফ, ভাটেক্স গ্রুপের ইমরান ফাহিম নূর, সাব্বির আহমেদ, মাহবুবুল কবির খান, মোস্তফা গ্রুপের পরিচালক তাইমুর রহমান, বেঙ্গল চেম্বারের এসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল অঙ্গনা গুহ রায় ও র্যাগস এফসির সিইও তানভীর শাহরিয়ার রিমন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: somoyernews24office@gmail.com
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.