পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের নাজিরপুরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আ.লীগ-বিএনপি সংঘর্ষের মামলায় দৈনিক ইনকিলাব পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ জাহিদুল হক এবং দৈনিক বাংলার নবকন্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি শফিকুল ইসলাম সোহেল কে আসামি করা হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, সাউদার্ন জার্নালিস্ট ইউনিটি,জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম, পিরোজপুর জেলা জার্নালিস্ট ক্লাব,বাংলাদেশ অনলাইন রিপোর্টার্স ক্লাব, টুঙ্গিপাড়া প্রেসক্লাব সহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এবং জেলা ও উপজেলার সাংবাদিকবৃন্দ। এসময় সাংবাদিক নেতারা অবিলম্বে গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে মিথ্যা,ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্য প্রনোদিত মামলা প্রত্যাহারের দাবি জানান।
নেতৃবৃন্দ আরো বলেন,হামলা-মামলা করে কলম যোদ্ধাদের থামানো যাবে না। রাজনৈতিক ভাবে সাংবাদিকদের হয়রানি বন্ধ করতে হবে।অবিলম্বে সকল ধরনের হয়রানি বন্ধ নাহলে ঐক্যবদ্ধ ভাবে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। শনিবার (১০সেপ্টেম্বর)উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক সিদ্দিকুর রহমান বাদী হয়ে নাজিরপুর থানায় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১০০জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ২০০জনকে আসামি করে মামলা দায়ের করেন। এসময় ওই মামলায় পেশাগত দায়িত্ব পালন করতে আসা দুইজন সাংবাদিককে আসামি করা হয়েছে। এবিষয়ে অভিযুক্ত সাংবাদিকগন জানান,সংঘর্ষ চলাকালে আমরা থানার সামনে থেকে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছি এবং পরবর্তীতে উদ্দেশ্য মূলকভাবে হয়রানির উদ্দেশ্যে আমাদেরকে মামলায় আসামি করা হয়েছে।
উল্লেখ-গত বৃহস্পতিবার(৮সেপ্টেম্বর) বিকালে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে নাজিরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ওই দিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষ হয় বলে এলাকাবাসী জানান। সংঘর্ষে অনেকে আহত হন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.