জেলা পরিষদ নির্বাচনে সরাইলের-৬ জনের মনোনয়নপত্র জমা

মো. তাসলিম উদ্দিন, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে সরাইল থেকে সাধারণ সদস্য পদে মনোনয়ন জমা দিলেন ৬ জন। নয়টি ইউনিয়ন নিয়ে সরাইল উপজেলা গঠিত। আসন্ন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে(২নং ওয়ার্ড)সরাইল উপজেলা থেকে সাধারণ সদস্য পদে নোয়াগাঁও ইউনিয়নের তিনজন,কালিকচ্ছ ইউপি দুই জন, শাহবাজপুর ইউপি একজন মনোনয়নপত্র জমা দিলেন।

সাধারণ সদস্য পদে সরাইল উপজেলা থেকে মনোনয়ন পত্র জমা দিলেন যারা, তারা হলেন, কালিকচ্ছ ইউনিয়নের উত্তম কর্মকার, নোয়াগাঁও ইউনিয়নের মো.পায়েল হোসেন মৃধা,শাহবাজপুর ইউনিয়নের মো.শাহেদ মিয়া, কালিকচ্ছ ইউনিয়নের মো. জাকির হোসেন, নোয়াগাঁও ইউনিয়নের মো. আবদুল মালেক,ও মো. ইমরান হোসেন উপজেলা নোয়াগাঁও ইউনিয়নের বলে জানা যায়।

বুধবার (১৪ সেপ্টেম্বর) মনোনয়ন জমা দেন উত্তম কর্মকার ওবৃহস্পতিবার (১৫সেপ্টেম্বর) মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে বাকী তারা জেলা নির্বাচন কমিশন অফিসে মনোনয়নপত্র জমা দেন। এদিকে জেলা নির্বাচন কমিশন অফিস সুত্রে জানা রায়, জেলা পরিষদ নির্বাচনে ২ নং ওয়ার্ড সরাইল উপজেলা থেকে ৬জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই , ২৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে বলে জানা যায়।