
মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা বাড়িউড়ায় একটি রাস্তা দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। বিশেষ করে বর্ষাকালে তাদের দুর্ভোগ চরমে পেঁছায়। স্থানীয়রা জানিয়েছেন বারবার সংস্কারের দাবি তোলা হলেও এ পর্যন্ত এগিয়ে আসেননি কেউ। যদিও স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন দ্রুত জনগুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। জানা গেছে,সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কালিকচ্ছ- বাড়িউড়া বাজার থেকে উওর দিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে সড়কটি শিক্ষার্থী,ঐ বাজারের ব্যবসায়ীসহ এলাকা বাসীর কাছে খুবই গুরুত্বপূর্ণ। রাস্তাটির বেশ কিছু অংশ ভেঙে যাওয়ায় চলাচলের অনুপোযোগী হয়ে গেছে। ফলে ওই রাস্তা দিয়ে চলাচল করতে যেয়ে প্রায়ই দুঘর্টনার শিকার হচ্ছেন যাত্রীরা।
স্থানীয়রা জানান, তারা এলজিইডি বিভাগে বারবার সংস্কারের দাবি জানিয়েও কোনো সাড়া পাননি। সরেজমিনে গেলে জানাযায়, বাড়িউড়া- কালিকচ্ছ রাস্তাটি দিয়ে চলাচলকারী ঐ বাজারের ব্যবসায়ী মামুন হাবির, রহিমা, জানান, এটি নির্মাণের সময় নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল। ফলে কিছুদিন পরই তৈরি হয়েছে অসংখ্য ছোট বড় গর্ত। রাস্তাটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে অতিদ্রুত সংস্কারের প্রয়োজন।স্থানীয় রফিক জানান, রাস্তায় অনেক খানাখন্দ থাকায় প্রতিদিনই ছোট-বড় দুঘর্টনা ঘটছে। এ রাস্তায় চলাচল করতে গিয়ে সুস্থ-সবল মানুষেরও নাভিশ্বাস ওঠে যায়।
এ ব্যপারে নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মো. মনসুর হোসেন বলেন, শিক্ষার্থীসহ এলাকার মানুষের প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে।এলাকাবাসীদের চলাচলে রাস্তাটি শিগগিরই সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন. রাস্তাটির টেন্ডার প্রক্রিয়া রয়েছে তবে এই কার্যক্রম শেষ হলে দ্রুত যেন রাস্তাটি সরকারি নিয়ম মোতাবেক কাজ করার দাবি জানাই।এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. মনিরুল ইসলাম বলেন, কয়েকদিন হয়েছে আমি দায়িত্ব গ্রহণ করেছি যতটুকু জানি। উপজেলার বাড়িউড়া রাস্তাটি টেন্ডার প্রক্রিয়া শেষ হলে।অতি দ্রুত কাজ করা হবে বলে তিনি জানান।