
ফারহান সিদ্দিক : স্বল্পমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি কার্যকর করার লক্ষ্যে সীতাকুণ্ডে তিনদিন ব্যাপি একটি এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। গত কাল ১৮( সেপ্টম্বর) রোববার সকাল ১১ টায় সীতাকুণ্ড উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে, ইউএনএফপিএ বাংলাদেশ এর সহযোগিতায়, ফ্যামিলি প্ল্যানিং-ফিল্ড সার্ভিসেস ডেলিভারি এর আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, স্বল্পমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি কার্যকর করার লক্ষ্যে আগামী ২০-২২ সেপ্টেম্বর ৩দিনব্যাপী সীতাকুণ্ডে খাবার বড়ি, কনডম ও ইনজেকশন ওপর মাঠ পর্যায়ে প্রচারণা কার্যক্রম ও বিশেষ সেবা ক্যাম্প অনুষ্ঠিত হবে আর এই লক্ষ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতায় নিয়োজিত সকল কর্মকর্তা ও কর্মচারীদের আরো সেবার মান বাড়াতে হবে। এডভোকেসি সভায় এসময় সীতাকুণ্ড উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জিয়াউল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো: শাহাদাত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহাদাত হোসেন বলেন, যোগ্যতার স্বাক্ষর রেখে সীতাকুণ্ডে পরিবার পরিকল্পনার কার্যক্রম মাঠ পর্যায়ে পৌঁছে দিচ্ছে এবং জনসংখ্যা বৃদ্ধির হারে লাগাম টেনে ধরার জন্য ধন্যবাদ জানান । এসময় বক্তারা বলেন, আগামী ২০-২২ সেপ্টেম্বর ৩দিনব্যাপী সীতাকুণ্ডে কম অগ্রগতি সম্পন্ন ও দূর্গম এলাকায় অগ্রগতি বৃদ্ধির মাধ্যমে স্বল্পমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতির ৬৫ ভাগ (খাবারবড়ি ৩৯ ভাগ, ইনজেকশন ১৯ ভাগ এবং কনডম ৭ ভাগ) লক্ষ্যমাত্রা অর্জন, স্বল্পমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতির অপূর্ণ চাহিদা কমানো, স্বল্পমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ে জনগনের মধ্যে সচেতনতা সৃষ্টি করা, জনগনকে স্বল্প মেয়াদী প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ে সময়োপযোগী তথ্য ও সেবা গ্রহণে উদ্বুদ্ধ করার জন্য এই প্রচারণা কার্যক্রম ও বিশেষ সেবা ক্যাম্প অনুষ্ঠিত হবে।
পরিবার পরিকল্পনা পরিদর্শক মো: সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. নাছরিন সোলতানা ও সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী। এসময় সীতাকুণ্ড উপজেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তারা ও কর্মচারী সহ সংশ্লিষ্টরা। সভাপতির বক্তব্য রাখতে গিয়ে সীতাকুণ্ড উপজেলা পরিবার পরিকল্পনা বিশেষ অতিথি ড: নাসরিন সুলতানা বলেন, সারাদেশের ন্যায় পরিবার পরিকল্পনা, মা ও শিশুদের উন্নয়নে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সকল চিকিৎসক,কর্মকর্তা কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিকতা ও দক্ষতার মাধ্যমে মা ও শিশুদের সেবার মান দিন দিন বৃদ্ধি করবে। সীতাকুণ্ডে সেবার মান আরো বৃদ্ধি করতে প্রশাসন, মিডিয়াসহ সকলের সহযোগিতা কামনা করেন।