সময়ের নিউজ ডেস্কঃ আজ নগরীর হালিশহর থানা মাহাবুবুল হক স্মৃতি সংসদ এর সার্বিক সহোযোগিতায় এবং বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও পাঠাগার হালিশহর এর আয়োজনে হালিশহর বি ব্লকের প্রয়াত আওয়ামিলীগ নেতাদের স্মরণে সৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলহাজ্ব আবু তাহের এর সভাপতিত্বে এবং মাহবুবুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামিলীগ এর উপদেষ্টা এ কে এম বেলায়েত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মোহাম্মদ হোসেন সাবেক প্যানেল মেয়র, রেজাউল করিম কায়সার যুগ্ম আহবায়ক হালিশহর থানা আওয়ামিলীগ।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর হুরে আরা বেগম বিউটি, আবেদ মনসুর যুগ্ম সাধারণ সম্পাদক ২৬ নং ওয়ার্ড আওয়ামিলীগ, জয়নাল আবেদীন সাধারণ সম্পাদক বি ব্লক গ ইউনিট, সালেহ আহমেদ দীঘল সাবেক সদস্য চট্টগ্রাম মহানগর যুবলীগ, আশফাকুল আলম আওয়ামিলীগ নেতা ২৬ নং ওয়ার্ড, মেজবাউল হক সবুজ সভাপতি মাহবুবুল হক স্মৃতি সংসদ , আবিদ আহমেদ আবু নাসের আজাদ, যুবলীগ নেতা সায়মন, মিল্টন, রিফাত, সাইফুল, ২৬ নং ওয়ার্ড ছাএলীগ সভাপতি ফরহাদ উদদীন জিতু সহ আরো অনেকে, প্রয়াত আওয়ামী লীগ নেতাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধান অতিথি এ কে এম বেলায়েত হোসেন, বলেন, তারা আওয়ামী লীগের দুর্দিন-সুদিন সহ সবসময় বঙ্গবন্ধুর ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি সারাজীবন অবিচল থেকে জনগণের জন্য কাজ করে গেছেন, তাদের আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। মাহবুবুল হক স্মৃতি সংসদের সভাপতি মেজবাউল হক সবুজ বলেন আমার বাবা সহ এলাকার প্রয়াত আওয়ামিলীগ নেতাদের স্মরণে এই আয়োজন টা সফল ভাবে করতে পারাটাই আমার সার্থকতা এর জন্য আওয়ামিলীগ, যুবলীগ, ছাএলীগ সকল স্তরের নেতাকর্মীদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.