সময়ের নিউজ ডেস্কঃ ১৮ সেপ্টেম্বর, ২০২২ ইং চট্টগ্রাম শিল্পকলা একাডেমি হলরুমে সার্কভুক্ত দেশগুলোর সমন্বয়ে গঠিত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ মানবাধিকার সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার)। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি জনাব অহিদ সিরাজ চৌধুরী স্বপনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আবছার উদ্দিন অলির সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও ইলেকশন মোনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সভাপতি ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির বোর্ড মেম্বার জনাব ডাঃ শেখ শফিউল আজম, বিশিষ্ট লেখক, কবি ও প্রাবন্ধিক মোঃ ইকবাল হোসেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা, অভিষেক উদযাপন পরিষদের আহ্বায়ক লায়ন সাইফুল ইসলাম ভুইয়া রাসেল ও সদস্য সচিব লায়ন আব্দুল মান্নান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক জাফর ইকবাল। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আবু সাহিদ। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রাশেদা ম্যানশন, ৯৮৬, মধ্যম রামপুর হালিশহর, চট্টগ্রাম | যোগাযোগ: 01869-600700, E-mail: [email protected]
Powered by somoyernews.com | Designed by F.A.CREATIVE FIRM LTD.